বিসিএসএ ব্লাস্ট উপলক্ষে বনানীতে রাজশাহী ওয়ারিয়র্সের জার্সি উন্মোচন
৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
আইসিসির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত জানাল বিসিবি
-
2
যুব বিশ্বকাপ জয়ী শাহীন আলমকে আর্থিক সহায়তা দিল বিসিবি
-
3
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় ভিসা পেলেন না যুক্তরাষ্ট্রের পেসার আলি খান
-
4
বিসিএসএ ব্লাস্ট উপলক্ষে বনানীতে রাজশাহী ওয়ারিয়র্সের জার্সি উন্মোচন
-
5
১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানছেন অ্যালিসা হিলি
বিসিএসএ ব্লাস্ট উপলক্ষে বনানীতে রাজশাহী ওয়ারিয়র্সের জার্সি উন্মোচন
বিসিএসএ ব্লাস্ট উপলক্ষে বনানীতে রাজশাহী ওয়ারিয়র্সের জার্সি উন্মোচন
বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশন (বিসিএসএ) আয়োজিত আসন্ন বিসিএসএ ব্লাস্ট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে রাজশাহী ওয়ারিয়র্স দলের জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বনানীতে অবস্থিত আমাজন লিলি রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে দলের অধিনায়কসহ খেলোয়াড়দের উপস্থিতিতে জার্সি উন্মোচন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে রাজশাহী ওয়ারিয়র্স ফ্রাঞ্চাইজির মালিক আরিফুর রহমান বলেন, “ক্রিকেটকে ভালোবেসে আমি ২০১৪ সালে এই সংগঠনের সঙ্গে যুক্ত হই। শুরু থেকেই বিসিএসএর কার্যক্রমে অবদান রাখার চেষ্টা করে যাচ্ছি। সেই লক্ষ্যেই প্রতিটি মৌসুমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক দল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। আশা করছি, এবারও দর্শকদের জন্য উপভোগ্য ও মানসম্মত একটি টুর্নামেন্ট উপহার দিতে পারব।”
দলের প্রধান পৃষ্ঠপোষক ইস্টার্ন হাউজিং লিমিটেড-এর পক্ষ থেকে কামরুল আলম টুর্নামেন্ট আয়োজনের সার্বিক দিক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বিসিএসএর ধারাবাহিক ও সফল আয়োজনের প্রশংসা করে বলেন, এ ধরনের টুর্নামেন্ট দেশের ক্রিকেট সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করছে।
বিসিএসএর সার্বিক সহযোগিতায় আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) উত্তরার ফুটবল গ্রাউন্ডে দিনব্যাপী অনুষ্ঠিত হবে বিসিএসএ ব্লাস্ট ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ আসর। প্রতিবারের মতো এবারও টুর্নামেন্টে অংশ নিচ্ছে চারটি শক্তিশালী দল— রাজশাহী ওয়ারিয়র্স, পাইরেটস অব চট্টগ্রাম, খুলনা ব্রেভস ও ইউনাইটেড কিংস ঢাকা।
