আইপিএল থেকে ছিটকে গেলেন শিভাম মাভি
-
1
প্রীতি ম্যাচে ভালো আম্পায়ার থাকায় মাঠে বেশী উত্তাপ দেখাবেন না শান্ত
-
2
তাসকিনই ভাঙুক আমার গতির রেকর্ড, ঢাকায় এসে প্রত্যাশা শোয়েব আখতারের
-
3
অ্যাশেজে টানা পরাজয়ের পর ইংল্যান্ডের একমাত্র পরিবর্তন, একাদশে জশ টাং
-
4
জাওয়াদের ব্যাটে দাপট, নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
-
5
ভারতের কাছে সাত উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা
আইপিএল থেকে ছিটকে গেলেন শিভাম মাভি
আইপিএল থেকে ছিটকে গেলেন শিভাম মাভি
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস পেসার শিভাম মাভি ছিটকে গেছেন চলমান আইপিএল থেকে। লক্ষ্ণৌ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় মাভি জানিয়েছেন, তিনি এই টুর্নামেন্ট মিস করবেন। পিটিআই থেকে প্রাপ্ত তথ্য মতে, মাভি পাঁজরে চোট পেয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছে লক্ষ্ণৌ। সেখানে মাভি বলেন, “আমি অনেক বেশি মিস (টুর্নামেন্ট) করব। আমি চোট থেকে এখানে এসেছি, ভেবেছিলাম দলের জন্য ম্যাচ খেলব এবং ভাল করব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার সরে যেতে হবে, আমি চোটে ভুগছি।“
“একজন ক্রিকেটারকে মানসিকভাবে শক্তিশালী হতে হয়। আপনার যদি চোট থাকে, আপনাকে দেখতে হবে ফিরে আসার জন্য কী করা যায়, যত্ন নিতে আপনাকে কী করতে হবে।“
এ বছরের নিলামে মাভিকে ৬.৪ কোটি রুপিতে কিনেছে লক্ষ্ণৌ। এই ক্রিকেটার সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ২০২৩ সালের আগস্টে। লক্ষ্ণৌ বর্তমানে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। দলটি ৩ ম্যাচ খেলে ২ টি’তে জয় লাভ করেছে। মাভির সুযোগ হয়নি ম্যাচগুলো খেলার।
মাভি বলেন, “আমাদের দলটি বেশ ভালো। আমি দলের জন্য উৎসাহ দিয়ে যাব। আশা করি আমরা জিতব।“
লক্ষ্ণৌ এখনো কোনো বদলি ঘোষণা করেনি। তাঁদের দলে ম্যাট হেনরি, শামার জোসেফ, মহসিন খান, নাভিন উল হক, মায়াঙ্ক যাদব, ইয়াশ ঠাকুর, আরশাদ খান, যুধবির সিং রয়েছেন পেস বোলার হিসেবে।
