এবারের বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন আফগানিস্তান: লালচাঁদ
-
1
বিপিএলে এবার খেলবে পাঁচ দল, চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা
-
2
পোস্টার বিতর্কে মুখ খুললেন আসিফ আকবর, বললেন সাকিবের প্রতি সফট কর্নারের কথা
-
3
নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি
-
4
আয়ারল্যান্ড সিরিজে জয়ের প্রত্যাবর্তন, শান্তর নেতৃত্বে টেস্ট দল ঘোষণা
-
5
তরুণদের নতুন মঞ্চে আকবরের নেতৃত্বে বাংলাদেশ এ দল
এবারের বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন আফগানিস্তান: লালচাঁদ
এবারের বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন আফগানিস্তান: লালচাঁদ
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কি নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে ক্রিকেট বিশ্ব? ভারত ও আফগানিস্তানের সাবেক কোচ লালচাঁদ রাজপুত মনে করছেন সেটাই। তার মতে এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে আফগানিস্তান।
লালচান্দ রাজপুত বর্তমানে কোচিং করাচ্ছেন সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দলে। তিনি আফগানিস্তানের হেড কোচ ছিলেন ২০১৬-১৭ সালে। ২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া দলটা বিশ্বমঞ্চে করছে অসাধারণ পারফরম্যান্স। ওয়ানডে বিশ্বকাপে কাছে গিয়েও খেলা হয়নি সেমিফাইনাল। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই আক্ষেপ মিটিয়ে আফগানরা খেলবে সেমি। দলটার এত উন্নতি দেখে লালচাঁদ মনে করছেন এই দলটা হতে পারে চ্যাম্পিয়ন ও।
লালচাঁদ বলেন, "আমার মন বলছে এই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা নতুন একটা চ্যাম্পিয়ন পেতে চলেছি আর সেই নতুন চ্যাম্পিয়ন দলটা আফগানিস্তান। ১ম সেমিফাইনালে ক্রিনিদাদের উইকেট যদি স্লো হয় তাহলে আমার মতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তান ই ফেভারিট। কারণ তাদের অসাধারণ স্পিনার আছে"
লালচাঁদ আরো বলেন, " টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আগে আমি ভবিষ্যৎবানী করেছিলাম এবার আফগানিস্তান বড় দল গুলোর বিপক্ষে অঘটন ঘটাবে। তারা ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে কিছু ক্লোজ ম্যাচ হেরেছে। তবে এবছর তারা ভালো খেলেছে। আপনি তাদের শরীরের ভাষাতেই সেটি বুঝতে পারবেন"
প্রথমবারের মত বিশ্বমঞ্চে সেমিফাইনাল খেলবে আফগানিস্তান। সেমিফানে তারা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আফগানিস্তান কিনবা দক্ষিণ আফ্রিকা দুদলের কোনো দলই এর আগে ফাইনাল খেলেনি কখনোই। তাই নিশ্চিত ভাবেই নতুন ফাইনালিস্ট খেলবে ক্রিকেট বিশ্ব। তবে নতুন চ্যাম্পিয়ন দেখবে কিনা সেটার জন্য অপেক্ষা করতে হবে ফাইনাল পর্যন্ত।
