৯ উইকেট হারানো নিউজিল্যান্ডকে টানছেন স্যান্টনার
- 1
জিম্বাবুয়ে টেস্টের জন্য ইংল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা
- 2
নিউজিল্যান্ড সিরিজের দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে মুস্তাফিজকে
- 3
ম্যাচ সেরার পুরস্কার নিয়ে এসে শ্রেয়াস জানলেন জরিমানা ১২ লাখ
- 4
সিলেটে ৯ উইকেট পাওয়া মুজারাবানি আইসিসি র্যাংকিংয়ে দিলেন বড় লাফ
- 5
পাকিস্তানে যাবার আগে শারজাহতে ২ টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা

৯ উইকেট হারানো নিউজিল্যান্ডকে টানছেন স্যান্টনার
৯ উইকেট হারানো নিউজিল্যান্ডকে টানছেন স্যান্টনার
হ্যামিলটনে তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে ৩১৫ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ইংলিশ বোলার ম্যাথু পটস ও গাস অ্যাটকিনসনের আক্রমণে প্রথম দিনেই ৯ টি উইকেট হারিয়ে ফেলেছে কিউইরা।
সেডন পার্কে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। ১০৫ রানের ওপেনিং জুটি গড়েন দুই কিউই ওপেনার টম ল্যাথাম ও উইল ইয়ং। গাস অ্যাটকিনসনের বলে ৪২ রানে ফেরেন ইয়ং। ম্যাথিউ পটসের শিকার হন টম ল্যাথাম। ৯ চারে ৬৩ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি।
৪৪ রানে কেন উইলিয়ামসন আউট হলে ১৮৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। ড্যারিল মিচেল ১৪, টম ব্লান্ডেল ২১ রানে বিদায় নিলে ৪১ রানের জুটি গড়েন মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরি।
শেষ দিকে ১০ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন টিম সাউদি। ৫৪ বলে ৫০ রানে অপরাজিত থাকেন স্যান্টনার, এবং কোনো রান না করে অপরাজিত থাকেন উইলিয়াম।
ইংল্যান্ডের হয়ে ৩ টি করে উইকেট নেন ম্যাথু পটস ও গাস অ্যাটকিনসন। ২ উইকেট নেন ব্রাইডন কার্স এবং ১ টি উইকেট শিকার করেন বেন স্টোকস।