Image

আগস্টেই বাংলাদেশ সফরে আসবে ভারত, শঙ্কা উড়িয়ে দিল বিসিবি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 12 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আগস্টেই বাংলাদেশ সফরে আসবে ভারত, শঙ্কা উড়িয়ে দিল বিসিবি

আগস্টেই বাংলাদেশ সফরে আসবে ভারত, শঙ্কা উড়িয়ে দিল বিসিবি

আগস্টেই বাংলাদেশ সফরে আসবে ভারত, শঙ্কা উড়িয়ে দিল বিসিবি

সাদা বলের সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশ সফরে আসবে ভারত। এর মাঝেই একাধিক ভারতীয় গণমাধ্যমের খবর, আন্তসীমান্ত উত্তেজনা ও উপমহাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে কোহলি-রোহিতদের বাংলাদেশ সফর আটকে যেতে পারে। তবে হোম সিরিজ নিয়ে এই শঙ্কার খবর উড়িয়ে দিল বিসিবি। 

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ হিসেবে আগস্ট মাসে বাংলাদেশের বিরুদ্ধে তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। সবকিছু ঠিক থাকলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়াবে দুই দলের সিরিজ। মিরপুর হোম অব ক্রিকেট আর চট্টগ্রামের ভেন্যু মিলিয়ে হবে সাদা বলের এই সিরিজ। 

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, আন্তসীমান্ত উত্তেজনা ও উপমহাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে আগামী অগাস্টে নির্ধারিত বাংলাদেশ সফর বাতিল করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমন সংবাদের প্রেক্ষিতে বিসিবি নিশ্চিত করল, সিরিজটি নির্ধারিত সূচিতেই নির্বিঘ্নে হবে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম যেকোনো অনিশ্চয়তাকে গুরুত্ব না দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের শক্তির কথা পুনর্ব্যক্ত করেছেন, 'বিসিসিআই এবং বিসিবির মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং আমি নিশ্চিত যে সিরিজটি পরিকল্পনা অনুসারে আগের সূচিতেই অনুষ্ঠিত হবে।'

গত ১৫ এপ্রিল, বিসিবি এক বিবৃতিতে ভারতের বাংলাদেশ সফরের ভ্রমণসূচী ঘোষণা করে। ভারতীয় দলের ১৩ আগস্ট ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ১৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওডিআই সিরিজ শুরু হবে। সিরিজের পরের ম্যাচও এখানেই, ২০ আগস্ট। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ চট্টগ্রামের মাঠে, ২৩ আগস্ট।

টি-টোয়েন্টি সিরিজ ২৬ আগস্ট শুরু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে এবং ঢাকায় শেষ হবে। এটি বাংলাদেশের মাটিতে বাংলাদেশ-ভারতের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। ২০২২ সালের ডিসেম্বরের পর এটি ভারতের প্রথম বাংলাদেশ সফর হবে।

ভারতের বাংলাদেশ সফরের সূচি-

প্রথম ওয়ানডে- ১৭ আগস্ট, মিরপুর
দ্বিতীয় ওয়ানডে- ২০ আগস্ট, মিরপুর
তৃতীয় ওয়ানডে- ২৩ আগস্ট, চট্টগ্রাম

প্রথম টি-টোয়েন্টি- ২৬ আগস্ট, চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি- ২৯ আগস্ট, মিরপুর
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি- ৩১ আগস্ট, মিরপুর। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three