তামিমের অভিষেক, টস জিতলেন শান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
তামিমের অভিষেক, টস জিতলেন শান্ত

তামিমের অভিষেক, টস জিতলেন শান্ত

তামিমের অভিষেক, টস জিতলেন শান্ত

আজ সন্ধ্যা ৬টায় সিরিজের ১ম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১৮ মাস পর জাতীয় দলের জার্সিতে সাইফউদ্দিনের ফেরা- ওপেনার তানজিদ তামিমের অভিষেক। মাহমুদউল্লাহ রিয়াদের হাত থেকে টি-টোয়েন্টি অভিষেক ক্যাপ পেলেন তামিম। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

লিটন দাসের সঙ্গে ওপেন করতে নামবেন বাঁহাতি তানজিদ হাসান তামিম। তিন নম্বরে যথারীতি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপরের তিন পজিশনে যথাক্রমে তাওহীদদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলি অনিক।

সাকিব আল হাসান চট্টগ্রাম পর্বে না থাকায় স্পিন আক্রমণ সামলাবেন শেখ মেহেদী, তার সঙ্গী হবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। পেস ইউনিটের নেতৃত্বে থাকবেন তাসকিন আহমেদ। শরিফুল ইসলামের সঙ্গে অলরাউন্ডার সাইফউদ্দিনকে নিয়ে বোলিং আক্রমণ সাজাবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াডে একমাত্র আনক্যাপড ক্রিকেটার হিসাবে আছেন তানজিদ হাসান তামিম। ১৮ মাস পর জাতীয় দলে বিবেচিত হলেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। 

আজ ৩ মে সন্ধ্যা ৬ টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচ ড্রেসিংরুমে থেকেই দেখতে হবে স্কোয়াডের বাকি তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুবকে।

বাংলাদেশ একাদশ-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ-

সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গে, ক্লাইভ মাদান্ডে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, শন উইলিয়ামস।