সত্যি বলছি আমি কাঁদিনি, খেলার জন্য প্রস্তুত ছিলাম- টম কারেন

সত্যি বলছি আমি কাঁদিনি, খেলার জন্য প্রস্তুত ছিলাম- টম কারেন
সত্যি বলছি আমি কাঁদিনি, খেলার জন্য প্রস্তুত ছিলাম- টম কারেন
পাকিস্তান-ভারত সাম্প্রতিক উত্তেজনার জেরে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সাময়িক বন্ধ হয়ে যায়। এতে করে বিদেশি অনেক ক্রিকেটারের মতো দেশে ফিরতে হয় লাহোর কালান্দার্সের দুই খেলোয়াড়। বাংলাদেশের রিশাদ হোসেন ও ইংল্যান্ডের টম কারেনকে। দেশে ফেরার সময় দুবাই ট্রানজিটে সংবাদমাধ্যমকে দেওয়া এক মন্তব্যে রিশাদ যা বলেছিলেন, তা পরে আলোচনার জন্ম দেয়।
২২ বছর বয়সী এই লেগ স্পিন অলরাউন্ডার তখন বলেন, "টম কারেন বিমানবন্দরে পৌঁছার পর যখন শুনল বিমান চলাচল বন্ধ, তখন সে বাচ্চাদের মতো কান্না শুরু করেছিল। তাকে দু-তিনজন মিলে সামলাতে হয়েছিল।"
রিশাদের এমন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও টম কারেন শুরুতে এ নিয়ে মুখ খোলেননি। তবে পরিস্থিতি বদলায় যখন যুদ্ধবিরতির ঘোষণা আসে এবং আবার শুরু হয় পিএসএলের খেলা। পাকিস্তানে ফিরে এক পোস্টে কারেন নিজের অবস্থান পরিষ্কার করেন। রেঞ্জার্স সদস্যদের সঙ্গে ছবি শেয়ার করে তিনি লেখেন,
"খেলা (পিএসএল) আবার শুরু হচ্ছে দেখে আমি আনন্দিত। বিশেষ দুই দেশের মধ্যে যেন শান্তি বিরাজ করে, সে জন্য আমি প্রার্থনা করছি। তবে কসম খেয়ে বলছি, আমি কাঁদিনি। খেলার জন্য প্রস্তুত ছিলাম।"
অবশ্য রিশাদ আগেই ক্ষমা চেয়েছিলেন, "দুবাই বিমানবন্দর অতিক্রমের সময় বাংলাদেশি সাংবাদিকদের দেওয়া একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকারে আমি যে মন্তব্য করেছিলাম, সেখানে মন্তব্যটিতে পুরো প্রেক্ষাপট উঠে আসেনি এবং অনিচ্ছাকৃতভাবে আবেগকে অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে। এর ফলে যে ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি টম কারেনের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছি।"
এদিকে, লাহোর কালান্দার্সে রিশাদের আর ফেরা হচ্ছে না, কারণ তিনি বাংলাদেশ দলের সঙ্গে আরব আমিরাত সফরে রয়েছেন। তবে পিএসএলে আবার মাঠে নেমেছেন টম কারেন। এবার তাঁর নতুন সতীর্থ হিসেবে দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান।