সিলেটে নিউজিল্যান্ড 'এ' দলের কাছে হেরে বসল বাংলাদেশ 'এ' দল

সিলেটে নিউজিল্যান্ড 'এ' দলের কাছে হেরে বসল বাংলাদেশ 'এ' দল
সিলেটে নিউজিল্যান্ড 'এ' দলের কাছে হেরে বসল বাংলাদেশ 'এ' দল
সিলেট অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশ 'এ' দলকে ৭০ রানে হারিয়েছে নিউজিল্যান্ড 'এ' দল। এই জয়ে চার দিনের দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধান জিতে এগিয়ে গেল সফরকারীরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে আগে ব্যাট করতে নেমে ১০ উইকেটে ২৫৬ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড 'এ' দল। দলের হয়ে সর্বোচ্চ ৮১ রান করেন মিচ হে। ৪৭ রান করেন ডিয়ান ফক্সক্রফ্ট। বাংলাদেশের পক্ষে ৬টি উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে বেধে রাখেন খালেদ আহমেদ। তাছাড়া ৩ উইকেট নেন এনামুল হক।
প্রথম ইনিংসে ২৬৮ রান করে ১২ রানের লিড নেয় বাংলাদেশ 'এ' দল। সেঞ্চুরি পান নুরুল হাসান সোহান। ১১ চার ও ৫ ছয়ে ১০৭ রান করেন তিনি। আর কোন ব্যাটার বড় স্কোর করে তাকে সঙ্গ দিতে পারেননি। প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডে 'এ' দলের হয়ে ৪ উইকেট শিকার করেন জস ক্লার্কসন। ৩ টি উইকেট পান ক্রিস্টিয়ান ক্লার্ক।
১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৫৬ রান সংগ্রহ করে কিউইরা। নিক কিলে করেন ১২০ রান, অধিনায়ক জযো কার্টার করেন ৫৮ রান। বাংলাদেশের হয়ে ফাইফার পান হাসান মুরাদ এবং ৪ উইকেট পান নাই নাঈম হাসান।
জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ২৪৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এনামুল হক বিজয় ১৬, জাকির হাসান ৫০, মাহিদুল ইসলাম অংকন ৫৭, এবং নুরুল হাসান সোহান করেন ২৭ রান। দুই অঙ্কের রান ছুতে পারেননি আর কোনো ব্যাটার। আদি আশোকের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফলে ম্যাচ হারে ৭০ রানে।
নিউজিল্যান্ডের হয়ে ৫ টি উইকেট নেন আি আশোক, ৩ টি উইকেট নেন জেদেন লেনেক্স। ম্যাচ সেরা হন আদি আশোক।