Image

পিএসএলে স্তন ক্যান্সার সচেতনতা; দর্শকদের পিংক পরতে উৎসাহিত করা হচ্ছে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পিএসএলে স্তন ক্যান্সার সচেতনতা; দর্শকদের পিংক পরতে উৎসাহিত করা হচ্ছে

পিএসএলে স্তন ক্যান্সার সচেতনতা; দর্শকদের পিংক পরতে উৎসাহিত করা হচ্ছে

পিএসএলে স্তন ক্যান্সার সচেতনতা; দর্শকদের পিংক পরতে উৎসাহিত করা হচ্ছে

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৩০তম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেড ও করাচি কিংসের মধ্যকার ম্যাচে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম পিঙ্ক রঙে সেজে উঠবে। স্তন্য ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিঙ্ক রিবন ক্যাম্পেইনের অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে পিএসএল কতৃপক্ষ।

এই উদ্যোগের অংশ হিসেবে ইসলামাবাদ ইউনাইটেড দলের খেলোয়াড়রা বিশেষভাবে ডিজাইন করা পিঙ্ক-থিমযুক্ত জার্সি পরবেন, আর করাচি কিংস ও ম্যাচ কর্মকর্তারা পরবেন পিঙ্ক ক্যাপ। পাশাপাশি খেলোয়াড়, কোচিং স্টাফ, ম্যাচ অফিসিয়াল এবং ধারাভাষ্যকাররা ম্যাচ চলাকালীন পিঙ্ক রিবন ধারণ করবেন।

পিএসএলের প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান নাসির বলেন, "পিএসএল সবসময়ই স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এবং জনহিতকর কাজে নিজেদের দায়িত্ব পালন করে আসছে। স্তন্য ক্যান্সার বহু মানুষের জীবনকে প্রভাবিত করে, তাই এর প্রতি সচেতন হওয়া ও প্রাথমিক ধাপে সনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

তিনি আরও বলেন, "যেভাবে আমরা শিশুদের ক্যান্সার সচেতনতা দিবস পালন করেছি, সেভাবেই স্তন্য ক্যান্সার নিয়েও আমরা দায়িত্বশীল ভূমিকা নিতে চাই। আমরা দর্শকদের অনুরোধ করব, তারা যেন পিঙ্ক পোশাক পরে স্টেডিয়ামে এসে এই উদ্যোগে অংশ নেন।"

ম্যাচে ব্যবহৃত স্টাম্পগুলো থাকবে পিঙ্ক রঙের, এবং স্টেডিয়ামের ডিজিটাল স্ক্রিন ও এলইডি বোর্ডে প্রচারিত হবে স্তন ক্যান্সার সংক্রান্ত সচেতনতামূলক বার্তা। ধারাভাষ্যকাররাও সরাসরি সম্প্রচারে এই বিষয়ে সচেতনতামূলক বার্তা দেবেন।

এছাড়া, হোলি ফ্যামিলি হাসপাতাল, বেনজির ভুট্টো হাসপাতাল এবং রাওয়ালপিন্ডি টিচিং হাসপাতালের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে, সোমবারের ম্যাচের প্রতিটি টিকিট একটি বিনামূল্যে স্তন ক্যান্সার পরীক্ষা ও স্ক্রিনিংয়ের কুপন হিসেবে ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, এর আগে ৩ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কোয়েটা গ্ল্যাডিয়েটরস ও ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ২৩তম ম্যাচে শিশুদের ক্যান্সার সচেতনতা দিবস পালন করেছিলো পিএসএল।

Details Bottom
Details ad One
Details Two
Details Three