শুধু দুইজন স্পিনার, বাকিরা অলরাউন্ডার: বাংলাদেশ ম্যাচের আগে রোহিত শর্মা

শুধু দুইজন স্পিনার, বাকিরা অলরাউন্ডার: বাংলাদেশ ম্যাচের আগে রোহিত শর্মা
শুধু দুইজন স্পিনার, বাকিরা অলরাউন্ডার: বাংলাদেশ ম্যাচের আগে রোহিত শর্মা
আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলে জায়গা পেয়েছেন মোট পাঁচজন স্পিনার। এ নিয়ে হচ্ছে অনেক আলোচনা। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলে ৫ স্পিনার থাকার বিষয়ে প্রশ্ন করা হলে অধিনায়ক রোহিত শর্মা ব্যাখ্যা দিয়েছেন এভাবে- প্রকৃতপক্ষে দলে মাত্র দুইজন বিশেষজ্ঞ স্পিনার, বাকিরা অলরাউন্ডার।
৫ স্পিনার প্রসঙ্গ আসতেই ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা জানান, "দলে শুধুমাত্র দুইজন স্পিনার রয়েছে, বাকি তিনজন অলরাউন্ডার, যারা ব্যাট ও বল দুটোই করতে পারে। আমরা আমাদের শক্তির দিকে নজর দিয়েছি। এই তিন অলরাউন্ডার দলে নতুন মাত্রা যোগ করেছেন এবং ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমরা এমন খেলোয়াড় চেয়েছি যারা একাধিক দক্ষতা প্রদর্শন করতে পারে।"
ভারতের স্কোয়াডে দুই বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন বরুণ চক্রবর্তী ও কুলদ্বীপ যাদব। অলরাউন্ডার হিসেবে রয়েছেন রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। যারা ব্যাটিংয়েও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।
ভারতের পেস আক্রমণে রয়েছেন মোহাম্মদ শামি, আর্শদ্বীপ সিং ও হারশিত রানা। এছাড়া হার্দিক পান্ডিয়া একমাত্র পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন।
এই প্রতিযোগিতা আট বছর পর ফিরে আসছে, যা নিয়ে রোহিত বলেন, "এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট, যেভাবে সব আইসিসি ইভেন্ট গুরুত্বপূর্ণ হয়। আমাদের অনেক কিছু ঠিকঠাক করতে হবে যদি ট্রফি জিততে চাই।"
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সবগুলো ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। তারপর ২৩ ফেব্রুয়ারি প্রতিদ্বন্দ্বিতা করবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে।