Image

লন্ডনে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে এনসিএল খেলবেন সাব্বির ও জহুরুল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 13 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
লন্ডনে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে এনসিএল খেলবেন সাব্বির ও জহুরুল

লন্ডনে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে এনসিএল খেলবেন সাব্বির ও জহুরুল

লন্ডনে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে এনসিএল খেলবেন সাব্বির ও জহুরুল

পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের ২০২৫ মৌসুমের জার্সি উন্মোচন অনুষ্ঠান। ২০২০ সাল থেকে ক্লাবটি ইংল্যান্ডের ন্যাশনাল ক্রিকেট লিগে খেলছে। এবারের আসরে তাদের হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১২৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সাব্বির রহমান ও প্রাক্তন ওপেনার জহুরুল ইসলাম।

আগের দুই মৌসুমে কুমিল্লা ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন বাংলাদেশ জাতীয় দলের আরেক অভিজ্ঞ ব্যাটার ইমরুল কায়েস। এবার টুর্নামেন্ট মাতাবেন খেলবেন সাব্বির রহমান ও জহুরুল ইসলাম। আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে কুমিল্লা ওয়ারিয়র্স।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার জহুরুল ইসিলাম বলেন, 'এবার তিন ডিভিশনে কুমিল্লা ওয়ারিয়র্সের তিনটা টিম অংশগ্রহণ করছে। আশা করছি তিন লিগের আমাদের দল চ্যাম্পিয়ন হবে’।
 
জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের চেয়ারপারসন তাহমিনা কবির, ক্যাপ্টেন আমিনুল ইসলাম সিহান, কোষাধ্যক্ষ মাহাব আলাম, পাবলিক রিলেশনস সেক্রেটারি রাফসান জামান, প্লেয়ার ম্যানেজার বুরহান মাহমুদসহ ক্লাবের খেলোয়াড়রা। ক্লাবের প্ল্যাটিনাম স্পনসর এলবি গ্রুপের প্রতিনিধিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
জার্সি উন্মোচন শেষে ক্লাব চেয়ারপারসন তাহমিনা কবির বলেন, ‘এ বছরের গল্পটা আমাদের জন্য একেবারে আলাদা। আমরা এক দল থেকে এখন তিনটি দলে পরিণত হয়েছি। আমাদের ক্লাবে এখন ৫০-এর বেশি সদস্য। জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় অনেক প্রতিভাবান খেলোয়াড় ক্লাবের সঙ্গে যুক্ত হচ্ছেন।’

‘এই বছর আমরা ভালো কিছু অর্জনের জন্য আশাবাদী। পাশাপাশি আমরা নতুন প্রজন্মের জন্য কাজ করছি। বাচ্চাদের প্রশিক্ষণ ও খেলার সুযোগ তৈরির চেষ্টা করছি। কমিউনিটির সঙ্গে আমাদের সংযোগ বাড়াতে এবং খেলাধুলাকে এগিয়ে নিতে এটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।’

Details Bottom
Details ad One
Details Two
Details Three