আবার জাওয়াদ আবরারের সেঞ্চুরি, শ্রীলঙ্কার জন্য ৩৩৭ রানের টার্গেট
- 1
ইংল্যান্ড টেস্টের জন্য জিম্বাবুয়ের শক্তিশালী দল ঘোষণা
- 2
নিউজিল্যান্ড সিরিজের দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে মুস্তাফিজকে
- 3
নারী ক্রিকেটে ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করল ইংল্যান্ড
- 4
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আকবর আলির নেতৃত্বে ইমার্জিং দল ঘোষণা
- 5
লন্ডনে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে এনসিএল খেলবেন সাব্বির ও জহুরুল

আবার জাওয়াদ আবরারের সেঞ্চুরি, শ্রীলঙ্কার জন্য ৩৩৭ রানের টার্গেট
আবার জাওয়াদ আবরারের সেঞ্চুরি, শ্রীলঙ্কার জন্য ৩৩৭ রানের টার্গেট
শ্রীলঙ্কা সফরে গিয়ে দারুণ ফর্মে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার জাওয়াদ আবরার। লঙ্কান যুবাদের বিপক্ষে এক ম্যাচ পর আবার পেলেন সেঞ্চুরির দেখা, ৩ ম্যাচের মধ্যে ২ সেঞ্চুরি। কলম্বোতে এদিন জাওয়াদের ১১৩ রানের ইনিংসের দিনে ৭৭ বলে ৮২ রান করেন রিজান হোসেন। আর তাতেই বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে স্কোরবোর্ডে পেয়ে যায় ৩৩৬ রানের বড় সংগ্রহ।
ছয় ম্যাচের সিরিজে ১-২ ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আজ চতুর্থ ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নামে। ওপেনার জাওয়াদ আবরারের সেঞ্চুরি, রিজান হোসেনের ফিফটিতে চড়ে পেল এই সিরিজের সর্বোচ্চ দলীয় রান। সিরিজ সমতায় আনতে হলে শ্রীলঙ্কাকে ৫০ ওভারে করতে হবে ৩৩৭ রান। নাহলে ১-৩ ব্যবধানে এগিয়ে যাবে তামিমের দল।
আরেক ওপেনার কালাম সিদ্দীকি অবশ্য এই ম্যাচেও ব্যর্থ হন, ১৯ রানের বেশি করতে পারেননি। তিনে নামা অধিনায়ক আজিজুল হাকিম তামিম দুর্ভাগ্যজনকভাবে রান আউটের ফাঁদে পড়েন ব্যক্তিগত ২৩ রানে। ৪৯ রানে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি, দলীয় ৮৭ রানে বিদায় নেন তামিম।
এরপর রিজান হোসেনকে নিয়ে দলের সংগ্রহ এগিয়ে নিয়ে যেতে থাকেন জাওয়াদ আবরার। দাপুটে ব্যাটিংয়ে সহজেই এগিয়ে যান সেঞ্চুরির পথে। ৯৫ রানের মাথায় ফ্লিকে ছক্কা হাঁকালেন জাওয়াদ, তাতেই নামের পাশে লেখা হয়ে গেল আরও এক ১০০! প্রথম সেঞ্চুরির ঠিক এক ম্যাচ পর জাওয়াদের ব্যাটে আরও এক শতক।
সেঞ্চুরির পর অবশ্য উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি জাওয়াদ। ১১৫ বলে ১১৩ রান করে বিদায় নিয়েছেন প্যাভিলিয়নে। ১৪ চার ও ৩ ছক্কায় জাওয়াদ সাজান তার দুর্দান্ত ইনিংস। ১৩৫ রানের জুটি ভেঙে জাওয়াদের বিদায়ের পরও বাংলাদেশের রানের চাকায় গতি ধরে রাখেন রিজান হোসেন। দারুণ সব স্ট্রোক্সে ফিফটি হাঁকানো রিজানও ছিলেন শতকের পথে। তবে ইনিংসের ৪৪তম ওভারে ক্যাচে উইকেট হারান ব্যক্তিগত ৮২ রানের মাথায়।
এরপর দেবাশীষ দেবা ১১ বলে করেন ১৯ রান। উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ আবদুল্লাহ শেষদিকে সামিউন বাসিরকে নিয়ে লঙ্কান বোলারদের উপর চালান ক্যামিও। আবদুল্লাহ ২৭ বলে ৩২ রানের ইনিংসের পর সামিউনের ব্যাট থেকে ৮ বলে আসে ২৩ রান। আল ফাহাদ মাত্র ৫ বল খেলে ১৯ রানে অপরাজিত ছিলেন। ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ করতে পারে ৩৩৬ রান।