Image

সাকিবকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে ইতিহাস লিটন দাসের

৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন

প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সাকিবকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে ইতিহাস লিটন দাসের

সাকিবকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে ইতিহাস লিটন দাসের

সাকিবকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে ইতিহাস লিটন দাসের

বাংলাদেশ ক্রিকেটে রেকর্ড মানেই যেন সাকিব আল হাসান। তবে এবার সেই ইতিহাসে নতুন নাম লিখলেন টাইগার অধিনায়ক লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে নামতেই ভেঙে দিলেন সাকিবের দীর্ঘদিনের রেকর্ড। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন লিটন দাস।

শনিবারের ম্যাচে লিটন ১৬ বলে খেলেছেন ২৩ রানের কার্যকরী ইনিংস। সেই ইনিংসের মাধ্যমেই তিনি ছুঁয়ে ফেলেন সাকিবকে, পরে সেটি ছাড়িয়েও যান। বর্তমানে তার ঝুলিতে রয়েছে ১১৪ ম্যাচে ২৫৫৬ রান। এই যাত্রায় তিনি করেছেন ১৫টি অর্ধশতক, স্ট্রাইক রেট ১২৬.৫৯। অন্যদিকে সাকিব থেমে আছেন ১২৯ ম্যাচে ২৫৫১ রানে, যেখানে তার ফিফটি ১৩টি, স্ট্রাইক রেট ১২১.১৮।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় লিটনের পর আছেন সাকিব আল হাসান (২৫৫১), মাহমুদউল্লাহ রিয়াদ (২৪৪৪), তামিম ইকবাল (১৭০১) এবং মুশফিকুর রহিম (১৫০০)।

আসলে লিটনের এই মাইলফলকটা হাতছানি দিচ্ছিল এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচ থেকেই। তবে শনিবার মাঠে নামার আগে রেকর্ড থেকে তার দূরত্ব ছিল মাত্র ১৮ রান। অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে দলের জয়ের ম্যাচেই লিটন ভাঙলেন সেই দূরত্ব।

তবে লিটনের সামনে আরও বড় চ্যালেঞ্জ রয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটা এখন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মার দখলে। অবসরের আগে তিনি করেছেন ৪২৩১ রান। লিটনের সংগ্রহ বর্তমানে ২৫৫৬ রান, অর্থাৎ রোহিতকে ছাড়িয়ে যেতে হলে তাকে করতে হবে আরও ১৬৭৫ রান।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three