পিএসএলের 'টিম অব দ্য টুর্নামেন্ট' ঘোষণা, অধিনায়ক আফ্রিদি

পিএসএলের 'টিম অব দ্য টুর্নামেন্ট' ঘোষণা, অধিনায়ক আফ্রিদি
পিএসএলের 'টিম অব দ্য টুর্নামেন্ট' ঘোষণা, অধিনায়ক আফ্রিদি
২০২৫ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। ফাইনালে কোয়েটা গ্লাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা উৎসব রিশাদ–সাকিব–মিরাজদের। ধারাভাষ্যকারদের বাছাই করা টুর্নামেন্ট সেরা দলে চ্যাম্পিয়ন লাহোরের ৩ জন। তবে ফাইনাল না খেলেও করাচি কিংসের ৪ খেলোয়াড় এই দলে।
গতরাতে কুশল পেরেরা ও সিকান্দার রাজার দুর্দান্ত জুটিতে শেষ ২০ বলে ৫৭ রানের কঠিন সমীকরণ মিলিয়ে পিএসএল শিরোপা জিতল লাহোর কালান্দার্স। তৃতীয়বারের মত পিএসএল শিরোপা জিতল লাহোর। লাহোর কালান্দার্সকে চার বছরের মধ্যে তৃতীয় শিরোপা এনে দেওয়া শাহীন শাহ আফ্রিদির কাঁধেই ২০২৫ টিম অব দ্য টুর্নামেন্টের অধিনায়কত্ব।
এছাড়া লাহোরের স্কোয়াড থেকে টুর্নামেন্ট সেরা দলে জায়গা পাওয়া বাকি দু'জন হলেন- ওপেনার ফখর জামান ও অলরাউন্ডার সিকান্দার রাজা। রানার্স আপ দল কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স থেকেও ডাক পেলেন সমান ৩ খেলোয়াড়- হাসান নওয়াজ, ফাহিম আশরাফ ও স্পিনার আবরার আহমেদ।
তবে ফাইনালিস্ট না হয়েও করাচি কিংসের সবচেয়ে বেশি ৪ খেলোয়াড় ২০২৫ পিএসএলের টুর্নামেন্ট সেরা দলে। দুই বিদেশি ডেভিড ওয়ার্নার, জেমস ভিন্সের সাথে আছেন পেসার হাসান আলি। খুশদিল শাহ দ্বাদশ খেলোয়াড় হিসেবে স্কোয়াডে।
টিম অব দ্য টুর্নামেন্টের জন্য উইকেটকিপার হিসেবে নির্বাচিত ইসলামাবাদ ইউনাইটেডের শাহিবজাদা ফারহান। ইমার্জিং প্লেয়ার ক্যাটাগরি থেকে ডাক পেলেন পেশোয়ার জালমির তরুণ পেসার আলি রাজা।
পিএসএল টিম অব দ্য টুর্নামেন্ট-
ফখর জামান, শাহিবজাদা ফারহান (উইকেটকিপার), ডেভিড ওয়ার্নার, জেমস ভিন্স, হাসান নওয়াজ, সিকান্দার রাজা, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), হাসান আলি, আলি রাজা, আবরার আহমেদ, খুশদিল শাহ (দ্বাদশ খেলোয়াড়)।