৪০৪ রান করা মুস্তাকিম সাকিবের মতো বিশ্বের এক নম্বর হতে চান

৪০৪ রান করা মুস্তাকিম সাকিবের মতো বিশ্বের এক নম্বর হতে চান
৪০৪ রান করা মুস্তাকিম সাকিবের মতো বিশ্বের এক নম্বর হতে চান
১৭০ বলে ৪০৪ রান করে অপরাজিত ছিল মুস্তাকিম হাওলাদার। অতিমানবীয় এই ইনিংস সাজান ৫০ চার, ২২ ছক্কায়! বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে কোন ব্যাটারের ৪০০ রানের ঘটনা এটাই প্রথম। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এই খেলোয়াড় রীতমতো সাড়া ফেলে দেন দেশের ক্রিকেটাঙ্গনে। প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানের মতোই বিশ্বের নম্বর ওয়ান হতে চান; দেখছেন বড় স্বপ্ন।
জাতীয় স্কুল ক্রিকেটের ঢাকা বিভাগের গ্রুপ পর্বের এক ম্যাচে দেখা গেল মহাকাব্যিক সব মুহূর্ত। ৭০ বলে ৪০৪* রান, ৫০ টি চার, ২২ টি ছক্কা, মুস্তাকিম হাওলাদারের রেকর্ড। নিঃসন্দেহে এটি স্কুল ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ইনিংস। তাকে শেষ পর্যন্ত আউট করতে পারেনি গ্রেগরি স্কুলের বোলাররা।
সেন্ট গ্রেগরি স্কুলের বিপক্ষে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সংগ্রহ করে ৭৭০ রান। মুস্তাকিমের ৪০৪ রানের ইনিংস ছাড়াও এদিন ডাবল সেঞ্চুরি পেয়েছেন তার দলের আরেক ব্যাটার সাদ পারভেজ। ৩২ চার ও ১৩ ছক্কা হাঁকিয়ে ১২৪ বলে করেন ২৫৬ রান। দলীয় ৭২ রানে দুই উইকেট পতনের পর পারভেজ ও মুস্তাকিম মিলে ৬৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।
৭৭১ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে গ্রেগরি হাইস্কুল ৩২ রানে অলআউট হয়। ৭৩৮ রানে জয় লাভ করে ক্যামব্রিয়ান স্কুল। রানের হিসেবে স্কুল ক্রিকেটে যা সর্বোচ্চ।
পরিবারের সাপোর্টে এগিয়ে যাচ্ছেন মুস্তাকিম। দেখছেন জাতীয় দলে খেলার স্বপ্ন। নিজের পছন্দের খেলোয়াড় সাকিব আল হাসান, হতে চান তার থেকেও সেরা। প্রিয় ক্রিকেটার, বাবা-মায়ের চেষ্টা; সবই বলেছেন মুস্তাকিম,
'ছোটবেলা থেকেই আমার আব্বু-আম্মুর আগ্রহ তাদের ছেলে ভালো ক্রিকেট খেলবে। এটাই তাদের স্বপ্ন। তাদের এমন সাপোর্টের জন্য আমার কষ্ট কম হয়। পছন্দের খেলোয়াড় সাকিব আল হাসান। আমি সেরা হতে চাই, বিশ্বের এক নম্বর হতে চাই।'