Image

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক হচ্ছেন লিটন দাস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক হচ্ছেন লিটন দাস

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক হচ্ছেন লিটন দাস

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক হচ্ছেন লিটন দাস

চলতি মাসের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে খেলে আগামী ২১ মে পাকিস্তানে যাবে টাইগারারা। সেখানে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে তারা। পাকিস্তান ও ইউএই সিরিজের জন্য দল ঘোষণা বিকালে।

আসন্ন এই দুই সিরিজের মোট ৭ ম্যাচের জন্য আজ ৪ মে, বাংলাদেশ সময় বিকাল ৪টায় স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই সংস্করণের নেতৃত্বের জায়গাটা এখনও ফাঁকা। নতুন অধিনায়কের নামও ঘোষণা হবে বিসিবি আজকের প্রেস কনফারেন্সে। 

নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর এখনও আনুষ্ঠানিকভাবে নতুন অধিনায়কের নাম জানায়নি বিসিবি। চোট কাটিয়ে আরব আমিরাত সিরিজ দিয়ে ক্রিকেটে ফেরার পথে লিটন দাস। সব কিছু ঠিক থাকলে সেই দায়িত্ব পেতে যাচ্ছেন কিপার ব্যাটার লিটনই। 

জাতীয় দলের নির্বাচকরা উভয় সিরিজের জন্য একই স্কোয়াড ঘোষণা করবে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে লিটন দাস। আর সহ-অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে।

প্রস্তুতির অংশ হিসেবে শারজাহতে খেলবে বাংলাদেশ। এই সিরিজের পরপরই পাকিস্তানের মাটিতে ৫ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three