বাড়তি সুবিধা কোথায়, বুঝতে পারছেন না ভারতের ব্যাটিং কোচ

বাড়তি সুবিধা কোথায়, বুঝতে পারছেন না ভারতের ব্যাটিং কোচ
বাড়তি সুবিধা কোথায়, বুঝতে পারছেন না ভারতের ব্যাটিং কোচ
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ায় অন্যান্য দলগুলোর তুলনায় বাড়তি সুবিধা পেয়েছে, এমন অভিযোগ উঠলেও তা পুরোপুরি উড়িয়ে দিলেন ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক।
এর আগে অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান কোচ গৌতম গম্ভীর এই অভিযোগকে ভিত্তিহীন বলেছিলেন। এবার সেই সুরেই কোটাকও জানিয়েছেন, ভারত জয়ের ধারা বজায় রাখার কারণেই এই প্রসঙ্গ উঠছে।
শুক্রবার দুবাইয়ে দলের অনুশীলন চলাকালীন কোটাক বলেন, "আমি বুঝতে পারছি না, এখানে কী ধরনের সুবিধা পাওয়া গেছে! আমাদের দল নির্ধারিত সূচি অনুযায়ী খেলেছে। যদি কেউ মনে করে যে ভারত চারটি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছানো মানেই সুবিধা পাওয়া, তাহলে আমি কিছু বলার নেই। ম্যাচ জিততে হলে প্রতিদিন ভালো ক্রিকেট খেলতে হয়। ভালো না খেললে কেউ সুবিধা নিয়ে ম্যাচ জিততে পারবে না।"
তিনি আরও বলেন, "আমরা দুবাইয়ে অনুশীলন করেছি এবং ম্যাচ খেলেছি। তবে অনুশীলনের উইকেট ও ম্যাচের উইকেট আলাদা। আমরা যেখানে খেলেছি, সেটাই ছিল নির্ধারিত সূচি। এটা এমন নয় যে, এখানে আসার পর আইসিসি কিছু পরিবর্তন করেছে এবং আমরা বিশেষ সুবিধা পেয়েছি।"
রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এই বিতর্ককে পিছনে ফেলে টানা জয়ের ধারাই ধরে রাখতে মরিয়া রোহিত শর্মার দল।