বাজে ফিল্ডিংকে হারের দায় দিলেন হেড কোচ সিমন্স

বাজে ফিল্ডিংকে হারের দায় দিলেন হেড কোচ সিমন্স
বাজে ফিল্ডিংকে হারের দায় দিলেন হেড কোচ সিমন্স
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের পর ম্যাচ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, দুই দলই ভালো ব্যাটিং করলেও ফিল্ডিংয়ের ভুলেই ম্যাচ হাতছাড়া হয়েছে বাংলাদেশের।
সিমন্স বলেন, “দেখুন, খেলাটা দুই দলের। তাঁরা খুবই ভালো ব্যাটিং করেছে, আমরাও ভালো ব্যাটিং করেছি। কিন্তু আমরা বেশ কিছু ক্যাচ মিস করেছি। যেটা তাদের ম্যাচে রেখেছিল।”
দলের ফিল্ডিং নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও ব্যাটিং অর্ডারে পরিবর্তনের বিষয়ে এখনই কিছু ভাবছেন না সিমন্স। তাঁর ভাষ্য, “আমি এটা নিয়ে আগামীকাল চিন্তা করব। আমরা মাত্রই ম্যাচ হেরেছি। এখনই ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে ভাবতে পারছি না।”
এ সময় পাকিস্তান সিরিজের প্রস্তুতি নিয়েও কথা বলেন সিমন্স। তিনি জানান, “এখানে কিছু ম্যাচ খেলা এবং আমরা পাকিস্তানে যেটা করতে চাই, তা নিশ্চিত করার চেষ্টা করছি। এরকম প্রস্তুতিই আমরা নিচ্ছি।”
পাকিস্তান সফরে দলের সঙ্গে বোলিং কোচ যোগ দেবেন কি না, এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেন, “যদি আমরা পাকিস্তানে যাই, তাহলে সেখানে পাব।”
তবে সফরটি আদৌ হবে কি না—সে বিষয়ে কিছুই জানেন না বলে জানান এই ক্যারিবিয়ান কোচ। সিমন্স স্পষ্ট করে বলেন, “আমি পাকিস্তান সফর নিয়ে কিছুই জানি না।”