Image

নতুন করে ৩ বিদেশিকে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নতুন করে ৩ বিদেশিকে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স

নতুন করে ৩ বিদেশিকে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স

নতুন করে ৩ বিদেশিকে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে প্লে-অফ পর্ব শুরুর আগে স্কোয়াডে বড় রদবদল এনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। জাতীয় দলের ডাকে সাড়া দিতে মুম্বাইয়ের তিন বিদেশি খেলোয়াড় উইল জ্যাকস, রায়ান রিকেলটন এবং করবিন বশ শেষ লিগ ম্যাচের পর আইপিএল থেকে বিদায় নিচ্ছেন। তাঁদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও রিচার্ড গ্লিসন এবং শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা।

ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটার জনি বেয়ারস্টোকে ৫.২৫ কোটি রুপিতে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে মুম্বাই, যিনি জায়গা নিচ্ছেন উইল জ্যাকসের। অভিজ্ঞ এই ব্যাটার টি-টোয়েন্টি ক্রিকেটে পরিচিত একটি নাম এবং তার আগ্রাসী ব্যাটিং স্টাইল মুম্বাইয়ের টপ অর্ডারে বাড়তি শক্তি যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

রায়ান রিকেলটনের পরিবর্তে দলে আসছেন ইংল্যান্ডের পেসার রিচার্ড গ্লিসন। তাঁকে নেওয়া হয়েছে ১ কোটি রুপির রিজার্ভ মূল্যে। অভিজ্ঞ এই ডানহাতি পেসার বিশেষ করে ডেথ ওভারে কার্যকর হতে পারেন বলে মুম্বাই শিবিরে প্রত্যাশা।

এদিকে, অলরাউন্ডার করবিন বশেরর জায়গায় সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কান বাঁহাতি ব্যাটার চারিথ আসালাঙ্কা, যিনি দলে যোগ দিচ্ছেন ৭৫ লাখ রুপিতে। মিডল অর্ডারে স্থিতিশীলতা আনতে আসালাঙ্কা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তবে এই তিন বিদেশি ক্রিকেটার কেবল প্লে-অফ পর্ব থেকেই দলে যোগ দিতে পারবেন, যদি মুম্বাই ইন্ডিয়ান্স শেষ চারে জায়গা করে নেয়। দলের পারফরম্যান্স এবং পয়েন্ট টেবিল অনুযায়ী মুম্বাইয়ের প্লে-অফে উঠার সম্ভাবনা জোরালো।

Details Bottom
Details ad One
Details Two
Details Three