Image

আশিকুর রহমানের সেঞ্চুরিতে দিন শেষে বাংলাদেশের রান ২৩৩

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আশিকুর রহমানের সেঞ্চুরিতে দিন শেষে বাংলাদেশের রান ২৩৩

আশিকুর রহমানের সেঞ্চুরিতে দিন শেষে বাংলাদেশের রান ২৩৩

আশিকুর রহমানের সেঞ্চুরিতে দিন শেষে বাংলাদেশের রান ২৩৩

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের প্রথম দিন শেষে বাংলাদেশ ইমার্জিং দলের সংগ্রহ ৪ উইকেটে ২৩৩। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে এদিন সেঞ্চুরি পেয়েছেন ওপেনার আশিকুর রহমান শিবলি। 

এর আগে, আকবর আলির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। আজ থেকে চট্টগ্রামে শুরু হয়েছে চার দিনের ম্যাচ। যেখানে প্রথম দিনের খেলায় ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ ইমার্জিং রান তুলেছে ২৩৩। অধিনায়ক শাহাদাত হোসেন দিপু অপরাজিত ৪২ রানে। শেষবেলায় তাকে সঙ্গ দেওয়া প্রীতম কুমারের রান ৩১। 

আশিকুর রহমান শিবলির ব্যাট থেকে আসে ১০৪ রানের ইনিংস। আরেক ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ইনোসেন্ট এনটুলির ডেলিভারিতে লেগ বিফোরে আউট হন ১২ রান করতেই। তার বিদায়ে ভাঙে ৬৯ রানের ওপেনিং জুটি। তিনে নামা আইচ মোল্লা ২৪ রানের বেশি করতে পারেননি। আন্দিলে সিমেলানের শিকার হওয়ার আগে আরিফুল ইসলাম করেন ৩ রান। 

বাংলাদেশ ইমার্জিং দলকে নেতৃত্ব দেওয়া জাতীয় টেস্ট দলের খেলোয়াড় শাহাদাত হোসেন দিপু ৪২ রানে অপরাজিত থেকে কাল আবার ব্যাটিংয়ে নামবেন। ১২১ বল খেলে ২ চার ও ১ ছক্কায় এই ইনিংস। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three