Image

আরব আমিরাতের কাছে বাংলাদেশের সিরিজ হার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আরব আমিরাতের কাছে বাংলাদেশের সিরিজ হার

আরব আমিরাতের কাছে বাংলাদেশের সিরিজ হার

আরব আমিরাতের কাছে বাংলাদেশের সিরিজ হার

শারজাহর ব্যাটিং স্বর্গেও বাংলাদেশ দেখাল অসহায়ত্ব, এরপর বোলারদের ব্যর্থতা। ৭১ রানের মধ্যে ৭ উইকেটের পতন, যেখানে হতাশা ছাড়া কিছু নেই। শেষ পর্যন্ত জাকের আলি আর হাসান মাহমুদের ব্যাটে চড়ে বাংলাদেশ রান করতে পারে ১৬২। বোলারদের ব্যর্থতায় বাংলাদেশ ম্যাচ হারলো ৭ উইকেট। বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস গড়লো আরব আমিরাত।

যাচ্ছেতাই পারফর্ম্যান্সে সংযুক্ত আরব আমিরাতের কাছে আরেকটি লজ্জার পরাজয়ের স্বাদ পেল লিটন দাসের দল। মাত্র ৩য় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা হায়দার আলির সামনে ডুবল বাংলাদেশের ব্যাটিং; ৭ রান খরচায় হায়দার নেন ৩ উইকেট। মাত্র ১৬৩ রানের টার্গেট দিয়ে লিটন দাসের দল কঠিন পরীক্ষার মুখে। এরপর বোলারদের ব্যর্থতায় সিরিজটা হেরে আরও বড় লজ্জায় পড়ে বাংলাদেশ।

১৬৩ রানের টার্গেট টপকাতে নেমে অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমকে শুরুতেই হারায় আরব আমিরাত। মাত্র ৯ রান করতেই শরিফুল ইসলামের বলে তানজিদ তামিমের হাতে ক্যাচ দিয়ে আউট হন আরব আমিরাত অধিনায়ক। এরপর ৮ম ওভারে আক্রমণে এসেই সাফল‍্য পান রিশাদ হোসেন। দারুণ এক ডেলিভারিতে মোহাম্মদ জোহাইবকে (২৩ বলে ২৯ রান) বোল্ড করে জমে যাওয়া জুটি ভাঙলেন রিশাদ।

এরপর তানজিম সাকিবের বলে মিড উইকেটে ক্যাচ দিয়েছেন ১৩ রানে থাকা রাহুল চোপড়া। দলীয় ৭৯ রানের মাথায় ৩য় উইকেট হারানো আরব আমিরাতকে এরপর আর উইকেট হারাতে হয়নি। আসিফ খান আর আলিশান শারাফু রীতিমতো ব্যাটিং তান্ডব চালান। এই দুইয়ের সামনে এক পর্যায়ে আসে ১২ বলে ১৪ রানের সহজ সমীকরণ।

৫ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে সিরিজ জয়ের উদযাপনে মাতলো আরব আমিরাত।

Details Bottom
Details ad One
Details Two
Details Three