Image

'ফাইনাল' ম্যাচেও আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ নাজমুল শান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
'ফাইনাল' ম্যাচেও আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ নাজমুল শান্ত

'ফাইনাল' ম্যাচেও আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ নাজমুল শান্ত

'ফাইনাল' ম্যাচেও আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ নাজমুল শান্ত

বাংলাদেশ–আরব আমিরাতের সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টি আজ। আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে অবিস্মরণীয় জয় তুলে নিয়ে সিরিজ ১-১ সমতায় আনে আরব-আমিরাত। বাংলাদেশ সময় রাত ৯টায় লিটন দাসের দল কঠিন পরীক্ষার মুখে, সিরিজটা হেরে গেলে বাংলাদেশের জন্য বড় লজ্জার। নতুন অধিনায়ক লিটন দাসের টসভাগ্য আজও পক্ষে আসেনি, গড়লেন টস হারের হ্যাটট্রিক।

সিরিজটি হওয়ার কথা ছিল ২ ম্যাচের। কিন্তু পরে দুই দেশের বোর্ড আলোচনা করে একটি ম্যাচ বাড়ায়। আজ শারজাহয় হবে সিরিজ নির্ধারণী সেই ম্যাচ। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। আগে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।

প্রথম ম্যাচে সেঞ্চুরির পরও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে ছিলেন না পারভেজ হোসেন ইমন। আজ আবার তাকে ফেরানো হয়েছে। নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলাম, নাহিদ রানা সেরা একাদশে জায়গা হারালেন। ইমনের সাথে একাদশে ফিরলেন সহ-অধিনায়ক শেখ মেহেদী ও পেসার হাসান মাহমুদ। আরব আমিরাতের একাদশেও এসেছে একাধিক পরিবর্তন। 

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে সমতা এনেছে আরব আমিরাত। যে কোনো সংস্করণের ক্রিকেটে প্রথমবারের মতো আমিরাতের বিপক্ষে হারল বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে তাই দুই দলের জন্য অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। 

বাংলাদেশ একাদশ- 

লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক (উইকেটকিপার), শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, শেখ মেহেদী, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। 

সংযুক্ত আরব আমিরাত একাদশ- 

মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), মোহাম্মদ জোহাইব, আলিশান শারাফু, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), আসিফ খান, ইথান ডিসুজা, ধ্রুভ পারাশার, মতিউল্লাহ খান, হায়দার আলি, আকিফ রাজা ও সাগির খান।

Details Bottom
Details ad One
Details Two
Details Three