Image

লাহোর কালান্দার্স ২০২৫ পিএসএলের চ্যাম্পিয়ন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
লাহোর কালান্দার্স ২০২৫ পিএসএলের চ্যাম্পিয়ন

লাহোর কালান্দার্স ২০২৫ পিএসএলের চ্যাম্পিয়ন

লাহোর কালান্দার্স ২০২৫ পিএসএলের চ্যাম্পিয়ন

২০২৫ পিএসএলের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। ফাইনাল ম্যাচে সাকিব আল হাসান একাদশে না থাকলেও উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন রিশাদ হোসেন। মেহেদী হাসান মিরাজ কোনো ম্যাচ না খেলেই প্রথম পাকিস্তান সুপার লিগের শিরোপা জয়ের সাক্ষী। 

১ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় নিশ্চিত করে পিএসএলের আরও এক শিরোপা জিতল লাহোর কালান্দার্স। শেষদিকে ৭ বলে ২২ রানের ক্যামিও খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সাকিবের পরিবর্তে ফাইনাল খেলতে নামা সিকান্দার রাজা। ৩১ বলে ৬২ রানের হার-না-মানা ইনিংসে জয়ের আরেক নায়ক কুশল পেরেরা। 

কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে ফাইনালে সেরা একাদশে বাংলাদেশের ৩ অলরাউন্ডার থেকে সুযোগ পান কেবল রিশাদ হোসেন। বল হাতে ৪ ওভারে ৪২ রান খরচায় রিশাদ নেন আভিষ্কা ফার্নান্দোর গুরুত্বপূর্ণ উইকেট। শিরোপা জয়ের লড়াইয়ে শেষ পর্যন্ত কোয়েট্টা ৯ উইকেট হারিয়ে রান করতে পারে ২০১।

টার্গেট টপকাতে নেমে দলের অন্যতম সেরা ব্যাটার ফখর জামানকে শুরুতেই হারায় লাহোর। ১১ রান করে ফখর প্যাভিলিয়নে ফিরে গেলেও আরেক ওপেনার মোহাম্মদ নাইম ছিলেন তার বিধ্বংসী ভূমিকায়। ৬ ছক্কা ও ১ চার হাঁকিয়েও ফিফটি মিস করেন ৪ রানের জন্য। ইনিংসের নবম ওভারে আউট হয়ে ফেরার আগে মাত্র ২৭ বলে সাজান এই ইনিংস। তিনে নামা আবদুল্লাহ শফিকের ব্যাট থেকে ২৮ বলে আসে ৪১ রান। 

লঙ্কান ভানুকা রাজাপাকসে ব্যর্থ হলেও কুশল পেরেরা কোয়ালিফায়ার ম্যাচের মতোই দলকে এগিয়ে নিয়ে যান। শেষদিকে সিকান্দার রাজা ৭ বল খেলার সুযোগ পেয়ে ২২ রানের ক্যামিওতে লাহোরের শিরোপা নিশ্চিত করেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three