আইপিএলের শেষ ম্যাচে ৩৩ রানে মুস্তাফিজের শিকার ৩ উইকেট

আইপিএলের শেষ ম্যাচে ৩৩ রানে মুস্তাফিজের শিকার ৩ উইকেট
আইপিএলের শেষ ম্যাচে ৩৩ রানে মুস্তাফিজের শিকার ৩ উইকেট
আগের ম্যাচেই শেষ হয়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালসের প্লে অফের স্বপ্ন। আজ লিগ পর্বের শেষ ম্য়াচ খেলতে নেমে পাঞ্জাব কিংসে ২০৬ রানে থামিয়ে দেয় দিল্লি। বল হাতে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজুর রহমান। ফিজের হাতেই প্রথম ব্রেকথ্রু আসে, এরপর আরও ২ উইকেট শিকার করেন। আইপিএলে বাংলাদেশি হিসেবে উইকেট শিকারের তালিকায় ছাড়িয়ে যান সাকিবকে।
জয়পুরে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ৪ ওভারে মুস্তাফিজ রান দেন ৩৩, বিপরীতে তুলে নেন ৩ উইকেট। আইপিএলে ৬৩ উইকেট সাকিব আল হাসানের। আজ ৩ উইকেট নিয়ে মুস্তাফিজের নামের পাশে মোট ৬৫ আইপিএল উইকেট। দিল্লি ক্যাপিটালসের বোলারদের মধ্যে সবচেয়ে কম রান দিয়ে সবচেয়ে বেশি উইকেট শিকার করলেন মুস্তাফিজ।
পাঞ্জাব কিংসকে প্রথম ধাক্কা দিলেন মুস্তাফিজুর রহমান। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে অ্যাকশনে এসেই প্রিয়াংশ আর্যর উইকেট শিকার করেন। এরপর দ্বিতীয় ওভার করতে এসে ১৪ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। ইনিংসের ১৬তম ওভারে আবার মুস্তাফিজকে ডেকে আনেন ফাফ ডু প্লেসিস।
এবার ফিজের শিকার শশাঙ্ক সিং। ১৩৬ কিমি. গতির কাটার ডেলিভারিতে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে ট্রিস্টান স্টাবসের হাতে ক্যাচ হন ১১ রানে থাকা শশাঙ্ক। বাউন্ডারিবিহীন এই ওভারে মুস্তাফিজ রান দেন কেবল ৪। ফলে ৩ ওভার শেষে মুস্তাফিজের ২৩ রান খরচায় ২ উইকেট।
শেষ ওভারে ফিজ শিকার করেন মার্কো জানসেনের উইকেট, তাকেও ক্যাচ বানান স্টাবসের গ্লাভসে। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২০৬ রান করতে পারে পাঞ্জাব। শেষ ডেলিভারিতে অবশ্য আরও উইকেট পেতে পারতেন মুস্তাফিজ। হারপ্রীত ব্রারের ক্যাচ উঠেছিল..ধরতে পারলে চতুর্থ উইকেট হতো। ম্য়াচটা জিতেই দিল্লি ক্যাপিটালস চলতি আইপিএল টুর্নামেন্ট শেষ করতে চাইবে।