Image

রিশাদের ১ উইকেট, পিএসএল চ্যাম্পিয়ন হতে লাহোর কালান্দার্সের দরকার ২০২

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রিশাদের ১ উইকেট, পিএসএল চ্যাম্পিয়ন হতে লাহোর কালান্দার্সের দরকার ২০২

রিশাদের ১ উইকেট, পিএসএল চ্যাম্পিয়ন হতে লাহোর কালান্দার্সের দরকার ২০২

রিশাদের ১ উইকেট, পিএসএল চ্যাম্পিয়ন হতে লাহোর কালান্দার্সের দরকার ২০২

বাংলাদেশের তিন অলরাউন্ডার আছেন লাহোর কালান্দার্সের স্কোয়াডে, তবে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে ফাইনালে সেরা একাদশে সুযোগ পেলেন কেবল রিশাদ হোসেন। বল হাতে ৪ ওভারে ৪২ রান খরচায় রিশাদ পান ১ উইকেট। শিরোপা জয়ের লড়াইয়ে শেষ পর্যন্ত কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স ৯ উইকেট হারিয়ে রান করতে পারে ২০১।

২০২৫ পিএসএল আসরের চ্যাম্পিয়ন হতে লাহোর কালান্দার্সকে ১২০ বলে করতে হবে ২০২ রান। কোয়েট্টার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন হাসান নওয়াজ। 

প্রথম দুই ওভারে ২৬ রান খরচ করেও উইকেটশূন্য থাকেন রিশাদ হোসেন। নিজের তৃতীয় ওভার করতে এসে তুলে নেন ভয়ংকর হয়ে উঠা আভিষ্কা ফার্নান্দোর উইকেট। ২৯ রানে থাকা আভিষ্কাকে ক্যাচ বানিয়ে ফাইনালে প্রথম উইকেটের স্বাদ পান রিশাদ হোসেন। 

শেষ ওভারে আরও দুর্দান্ত রিশাদ, হাসান নওয়াজ-চান্দিমালের সামনে তাকে কোনো বাউন্ডারি হজম করতে হয়নি। ফলে ৪ ওভারে ৪২ রান খরচায় রিশাদের নামের পাশে ১ উইকেট। 

সাকিবের জায়গায় একাদশে সুযোগ পাওয়া সিকান্দার রাজা ৪ ওভারে ৪৩ রান দিয়ে ১ উইকেটের বেশি পাননি। তবে বল হাতে এদিনও দুর্দান্ত ছিলেন কালান্দার্স ক্যাপ্টেন শাহীন শাহ আফ্রিদি। মাত্র ২৪ রানের বিনিময়ে শিকার করেন সর্বোচ্চ ৩ উইকেট। এছাড়া বাকি দুই পেসার সালমান মির্জা আর হারিস রউফ পান যথাক্রমে জোড়া উইকেট। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three