আবার আইপিএলে ফিরে এলেন জশ হ্যাজেলউড

আবার আইপিএলে ফিরে এলেন জশ হ্যাজেলউড
আবার আইপিএলে ফিরে এলেন জশ হ্যাজেলউড
আইপিএলের প্লে-অফের গুরুত্বপূর্ণ পর্বে প্রবেশের আগে বড় এক স্বস্তি পেলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। রবিবার সকালে লখনৌতে এসে দলের সঙ্গে যোগ দেন তিনি।
হ্যাজেলউডের কাঁধে হালকা চোট থাকায় কিছুদিন মাঠের বাইরে ছিলেন। তবে ব্রিসবেনে পুনর্বাসন ও অনুশীলন শেষে এখন পুরোপুরি ফিট। চলতি মৌসুমে আরসিবির হয়ে ১০ ম্যাচে ১৮টি উইকেট নিয়ে দলের বোলিং ইউনিটের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন তিনি। ৮.৪৪ ইকোনমি রেট থাকা এই ডানহাতি পেসার পাওয়ারপ্লেতে নিয়ন্ত্রিত বোলিং করে প্রতিপক্ষের ব্যাটিং ভেঙে দেওয়ার সামর্থ্য রাখেন।
আগামী ২৭ মে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে শেষ লিগ ম্যাচ খেলবে আরসিবি। ইতোমধ্যে ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তারা নিশ্চিত করেছে প্লে-অফে ওঠা। হ্যাজেলউডের প্রত্যাবর্তন নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাস আরও বাড়াবে, যারা এখনও তাদের প্রথম আইপিএল শিরোপার অপেক্ষায় আছে।
আরসিবির এক মুখপাত্র জানিয়েছেন, "হ্যাজেলউডের ফেরা আমাদের জন্য বিশাল এক বুস্ট। তিনি পুরো ফিট এবং দলের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।"
আইপিএলের শেষ ধাপে এসে এমন একজন অভিজ্ঞ বোলারের ফেরাটা আরসিবির টাইটেল স্বপ্ন আরও বাস্তবসম্মত করে তুলেছে।