পিএসএল ফাইনালে সাকিব-রিশাদের লাহোর কালান্দার্স

পিএসএল ফাইনালে সাকিব-রিশাদের লাহোর কালান্দার্স
পিএসএল ফাইনালে সাকিব-রিশাদের লাহোর কালান্দার্স
ইসলামাবাদ ইউনাইটেডকে ৯৫ রানে হারিয়ে পিএসএলের ফাইনালে লাহোর কালান্দার্স। সাকিব আল হাসান উইকেটশূন্য থাকলেও ৩ উইকেট নিয়ে রিশাদ হোসেন ভেঙে চুরমার করে দেন ইসলামাবাদের মিডল অর্ডার। রিশাদ হোসেন ৩ ওভারে ৩৪ রান খরচায় নেন ৩ উইকেট।
মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসানের সাথে রিশাদ হোসেনকে ফিরিয়ে সেরা একাদশ সাজায় লাহোর কালান্দার্স। টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ২০২ রানের সংগ্রহ জমা করে লাহোর। ইনিংসের শেষ ওভারে ব্যাটিংয়ে নেমে দুই বল খেলে ডাক হন সাকিব। রিশাদ শেষ ২ বলে করেন ৫ রান।
বড় লক্ষ্য তাড়ায় নেমে শাহীন শাহ আফ্রিদি, সালমান মির্জার পেস তোপের সামনে অসহায় ইসলামাবাদ ইউনাইটেডের টপ অর্ডার। পাওয়ার প্লের মধ্যে ৩৩ রান করতেই নেই তাদের ৪ উইকেট। মাঝে সাকিব ৩ ওভার বল করলেও পাননি উইকেটের দেখা, রান দেন ২৭।
আগের ম্যাচের মতোই পাওয়ার প্লে শেষে বল হাতে অ্যাকশনে সাকিব, নিজের প্রথম ওভারে সাকিব রান খরচ করেন ৯। পরের ওভারে রিশাদকে ১৪ রান খরচ করান সালমান আর শাদাব মিলে। রিশাদ নিজের দ্বিতীয় ওভার করতে এসে বিদায় করেন ভয়ংকর হয়ে উঠা সালমান আলি আঘাকে। তৃতীয় ওভারে দুই ব্যাটারের কাছে দুই ছয় হজম করে পরের ডেলিভারিতেই শিকার করেন তাদের।
ওভারের দ্বিতীয় ডেলিভারিতে শাদাব খান, পঞ্চম বলে ফিরতি ক্যাচ নিয়ে ফেরান জিমি নিশামকে। ইসলামাবাদের শেষ ২ উইকেট শিকার করে ইসলামাবাদকে ১০৭ রানে গুঁটিয়ে দেন কালান্দার্স ক্যাপ্টেন শাহীন শাহ আফ্রিদি। ৩.১ ওভারে মাত্র ৩ রান খরচায় রিশাদ, সালমানের সমান ৩ উইকেট পান আফ্রিদি।