Image

পারভেজ ইমনের রেকর্ড সেঞ্চুরি, বাংলাদেশের রান ১৯১

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পারভেজ ইমনের রেকর্ড সেঞ্চুরি, বাংলাদেশের রান ১৯১

পারভেজ ইমনের রেকর্ড সেঞ্চুরি, বাংলাদেশের রান ১৯১

পারভেজ ইমনের রেকর্ড সেঞ্চুরি, বাংলাদেশের রান ১৯১

২০২৫ সালে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ, আরব-আমিরাতের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে লিটন দাসের দল ১৯১ রানের বিশাল সংগ্রহ স্কোরবোর্ডে জমা করেছ। ওপেনার পারভেজ হোসেন ইমন মাত্র ৫৩ বল খেলে পেয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ২০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় ও সবচেয়ে দ্রুততম। 

বাংলাদেশের হয়ে অভিষেকের পর ৭ টি-টোয়েন্টিতে মোট ৮৮ রান করা ইমন আজকেই পান প্রথম ফিফটি। মুহূর্তেই এই ইনিংস টেনে নিয়ে যান শতকে। সেঞ্চুরি পূর্ণ করার আগেই ৮ ছক্কা হাঁকিয়ে টি–টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিজের নামে লিখেন। ২৮ বলে পঞ্চাশ ছুঁয়ে টি–টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পেলেন পারভেজ ইমন ৫৩ বলে। ওমানের বিপক্ষে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬০ বলে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। এবার ৫৩ বলে সেঞ্চুরি স্পর্শ করেন পারভেজ ইমন। রেকর্ড গড়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বসলেন তামিমের পাশে।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস ভাগ্য যায়নি বাংলাদেশের পক্ষে। পূর্ণাঙ্গ মেয়াদে বাংলাদেশের নতুন অধিনায়ক লিটন দাস নিজে ব্যর্থ হলেও তার দল ৭ উইকেট হারিয়ে রান করেছে ১৯১। পারভেজ ইমনের ১০০ রান ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২০ করেন তাওহীদ হৃদয়। টপ অর্ডার, মিডল অর্ডারের বাকিরা ব্যর্থ হওয়ায় দুইশোতে যায়নি দলের সংগ্রহ। 

তবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়ে বসেন ১০ রানে থাকা তানজিদ হাসান তামিম। অধিনায়কত্বে শুরুতেই ব্যর্থ হন লিটন দাস, ১১ রানেই আউট। ১টি করে চার-ছক্কায় ১৫ বলে ২০ রান করেন তাওহীদ হৃদয়। ভাঙে ৩য় উইকেটের ৫৮ রানের জুটি। শেখ মেহেদীও এরপর বিদায় নেন দ্রুত, ৫ বলে তিনি করেন ২ রান।

পারভেজ ইমনের আলো ছড়ানোর দিনে ব্যর্থ হয়েছেন জাকের আলি অনিক (১৩), শামীম হোসেন পাটোয়ারি (৬)। ৯ ছক্কা ও ৫ চারে ৫৩ বলে সেঞ্চুরি হাঁকিয়ে পরের ডেলিভারিতেই বোল্ড পারভেজ হোসেন ইমন। ওপেন করতে নেমে দলকে বড় সংগ্রহ এনে দিয়ে ইমন আউট হন ইনিংসের শেষ ওভারে।

দুইশো রানের পথে থাকলেও ইনিংসের শেষ ৫ বল আগে ইমনের বিদায়ে বাংলাদেশের ইনিংস থামে ১৯১ রানে। শেষ ওভারে রান এসেছে কেবল ৬। তানজিম সাকিব ৭, তানভীর ইসলাম ১ রান নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three