Image

শারজাহতে আগে ব্যাটিংয়ে লিটন দাসের বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শারজাহতে আগে ব্যাটিংয়ে লিটন দাসের বাংলাদেশ

শারজাহতে আগে ব্যাটিংয়ে লিটন দাসের বাংলাদেশ

শারজাহতে আগে ব্যাটিংয়ে লিটন দাসের বাংলাদেশ

আজ (১৭ মে) শারজাহতে শুরু হয়েছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের ১ম ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে দুই দল। 

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। আগে ব্যাটিং করবে লিটন দাসের দল। 

তিন পেসার (হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব) ও দুই স্পিনার (শেখ মেহেদী ও তানভীর ইসলাম) নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। 

বাংলাদেশ একাদশ- 

লিটন দাস (অধিনায়ক), মেহেদী হাসান (সহ অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), শামীম হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব। 

সংযুক্ত আরব আমিরাত একাদশ- 

মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), মোহাম্মদ জোহাইব, আলিশান শারাফু, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), আসিফ খান, ধ্রুভ পারাশার, সঞ্চিত শর্মা, মোহাম্মদ জোহাইব, মতিউল্লাহ খান, হায়দার আলি ও মোহাম্মদ জাওয়াদউল্লাহ।  
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three