Image

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যায় ভারত: কোহলি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যায় ভারত: কোহলি

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যায় ভারত: কোহলি

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যায় ভারত: কোহলি

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শিরোপা প্রত্যাশী ভারত। শক্তিতে পরিস্কার ভাবেই বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত। তাই শুভসূচনা করে নিশ্চিত ভাবেই সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যেতে চাইবে রোহিত- কোহলিরা। তবে ভিরাট কোহলি প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলাটাকে দেখছেন আরো বড় কিছু হিসাবে।

স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিরাট কোহলি বলেন, "আমরা যখন শেষবার আইসিসি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছিলাম, তখন আমরা ভালো শুরু করেছিলাম এবং বিশ্বকাপ জিতেছিলাম। তাই আমার কাছে এটি দারুণ স্মৃতিবিজড়িত একটি ব্যাপার।"

চ্যাম্পিয়ন্স ট্রফি সবসময়ই কোহলির প্রিয় প্রতিযোগিতাগুলোর একটি তা জানিয়ে তিনি আরো বলেন, "এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে হলে আপনাকে এক-দুই বছর ধরে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে হবে। শীর্ষ আট দলের মধ্যে থাকলেই কেবল এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পাওয়া যায়। তাই সবসময় এখানে প্রতিযোগিতার মাত্রা অনেক বেশি থাকে।"

চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি-টোয়েন্টি বিশ্বকাপের তুলনা করে কোহলি বলেন, "যদি আপনি টি-টোয়েন্টি বিশ্বকাপের চাপকে ওয়ানডে ফরম্যাটে নিয়ে আসেন, তাহলে এই প্রতিযোগিতাও অনেকটা একইরকম। এখানে ৩-৪টি ম্যাচের মধ্যে আপনাকে সেরাটা দিতে হয়। যদি আপনি ভালো শুরু করতে না পারেন, তাহলে চাপে পড়ে যেতে হয়। তাই প্রথম দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। শুরু থেকেই সেরা খেলাটা খেলতে হবে, আর এ কারণেই আমি এই প্রতিযোগিতাটি পছন্দ করি।"

২০০৯ সালে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া ভিরাট কোহলি এখন পর্যন্ত ১৩ ম্যাচে ৫২৯ রান করেছেন। যেখানে তার ব্যাটিং গড় ৮৮.১৬ এবং স্ট্রাইক রেট ৯২.৩২। ভারতের মধ্যে তিনি তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তার চেয়ে বেশি রান করেছেন শুধুমাত্র রাহুল দ্রাবিড় (৬২৭ রান) ও শিখর ধাওয়ান (৭০১ রান)।

সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভিরাট কোহলি খেলেছিলেন, যদিও হাঁটুর চোটের কারণে প্রথম ম্যাচে ছিলেন না। বাকি দুই ম্যাচে তার রান ছিল ৫ ও ৫২। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফরম্যান্স করে তিনি তার সেরা ফর্ম ফিরে পাওয়ার জন্য মরিয়া কিং কোহলি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three