Image

বাংলাদেশের ক্রিকেটে সাকিব অধ্যায় এখনই শেষ নয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের ক্রিকেটে সাকিব অধ্যায় এখনই শেষ নয়

বাংলাদেশের ক্রিকেটে সাকিব অধ্যায় এখনই শেষ নয়

বাংলাদেশের ক্রিকেটে সাকিব অধ্যায় এখনই শেষ নয়

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে যখন চরম হতাশা ঘিরে ধরেছে, তখন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। মাঠে ফেরার পর সাকিবের ধারাবাহিকতা নিয়ে চলমান আলোচনা-সমালোচনার মাঝেই তার বিষয়ে বিসিবির দৃষ্টিভঙ্গি স্পষ্ট করলেন বোর্ড পরিচালক ইফতেখার আহমেদ মিঠু।

গুলশানে একটি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক ইফতেখার বলেন, সাকিবকে আরও কিছু ম্যাচে খেলতে দেখার পরই চূড়ান্ত কিছু বলা যাবে।

তিনি বলেন, “ডেফিনিটলি নট (সম্পর্ক শেষ নয়)। আমাদের যে ম্যানেজমেন্ট আছে, টিম ম্যানেজমেন্ট, টিম সেট আপ… আর সাকিব তো প্রথম টুর্নামেন্ট খেলল শোধরানোর পর। সেটা সামনে দেখার ব্যাপার। তবে সে বিশ্বমানের ক্রিকেটার। যে কোনো দলের জন্য সে একটা সম্পদ। আমাদের নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের বিবেচনায় সবসময় থাকে।"

সাকিব আল হাসান সবশেষ মাঠে নেমেছেন ঘরোয়া একটি টুর্নামেন্টে। দীর্ঘদিন জাতীয় দলে অনুপস্থিত থাকার পর মাঠে ফিরে এখনও পুরো ছন্দে ফেরেননি তিনি। এই বাস্তবতায় তাকে নিয়ে প্রশ্ন থাকলেও বিসিবি পরিচালক সময় চাইলেন।

“সাকিব শুধরে যে এলো, এরপর মাত্রই তো দুটি (তিনটি) ম্যাচ খেলল। আরও কয়েকটি ম্যাচ খেলতে দিন, তখন এই প্রশ্নের উত্তর দিতে পারব।”

অন্যদিকে জাতীয় দলের সাম্প্রতিক ফলাফলও ভীষণ হতাশাজনক। দেশের মাটিতে জিম্বাবুয়ের কাছে একটি টেস্টে হার, সংযুক্ত আরব আমিরাতের কাছে টি-টোয়েন্টি সিরিজে পরাজয়, আর সর্বশেষ ওয়ানডে র‌্যাংকিংয়ে দশে নেমে যাওয়ার খবরে সমালোচনার তীব্রতা বেড়েছে। ক্রিকেটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন অনেক ভক্ত।

এই পরিস্থিতিকে ভয়াবহ বলার চেয়েও বেশি কিছু মনে করছেন বিসিবির পরিচালক ইফতেখার আহমেদ। তার মতে, এর চেয়ে তলানিতে নামার আর সুযোগ নেই, বরং এখান থেকে শুধুই উন্নতির সম্ভাবনা রয়েছে।

“অ্যালার্মিং তো পরের কথা…। তবে অবশ্যই বাংলাদেশ দলের পারফরম্যান্স একটা বড় ইস্যু জনপ্রিয়তার জন্য। আপনাদের বুঝতে হবে যে, এই মুহূর্তে আমাদের দলটা নতু্ন। চারজন সিনিয়র ক্রিকেটার (সাকিব, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ) চলে যাওয়ার পর একটা শূন্যতা তৈরি হয়েছে। আমার মনে হয়, প্রতিভা আছে। আগেও বলেছি, অ্যাপ্লিকেশনের অভাব। যত ম্যাচ খেলবে, তারা উন্নতি করবে।”

সবশেষে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আমার মনে হয় আমরা যে পর্যায়ে আছি, আমাদের কেবল উন্নতিই হবে।”

বাংলাদেশ জাতীয় দল বর্তমানে রয়েছে পাকিস্তানে। সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বুধবার। এই সিরিজেই নতুন দল ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

Details Bottom
Details ad One
Details Two
Details Three