Image

আফগানিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইংল্যান্ডের বিদায়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আফগানিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইংল্যান্ডের বিদায়

আফগানিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইংল্যান্ডের বিদায়

আফগানিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইংল্যান্ডের বিদায়

আফগানিস্তানের কাছে হারতেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল ইংল্যান্ডের। আইসিসির মেগা ইভেন্টে পরপর দুই বার ইংল্যান্ডকে হারিয়ে অঘটন আফগানদের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে দিল্লিতে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল, এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নবী-রাশিদরা পেল দাপুটে জয়। আফগান রূপকথায় যুক্ত হয় ৮ রানের বিজয়ের নতুন ইতিহাস।

হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করে ইংল্যান্ড ও আফগানিস্তান। শেষ চারের দৌড়ে থাকতে দুই দলের জন্যই এই ম্যাচ হয়ে যায় নকআউট। তবে লড়াইয়ে জস বাটলারদের আরও একটি বড় আপসেট উপহার দিয়ে আফগানিস্তান জয় তুলে নিয়েছে ৮ রানের। সবশেষ ২০২৩ বিশ্বকাপেও দিল্লিতে ইংলিশদের ৬৯ রানে হারিয়েছিল শহীদির দল।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারিয়ে আফগানিস্তান বাঁচিয়ে রাখলো তাদের সেমিফাইনালের আশা। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩২৫ রান তোলে আফগানিস্তান। ব্যাট হাতে সর্বোচ্চ ১৭৭ রান করেন ইব্রাহিম জাদরান। ওপেন করতে নেমে ইনিংসের শেষ ওভারে গিয়ে উইকেট হারান জাদরান, এর আগেই নিজের নামে লিখে যান চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড।

৩৭/৩ থেকে আফগানদের সংগ্রহ চোখ ধাঁধানো ৩২৫/৭। দ্রুত ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকার পরও জাদরানের কীর্তিময় ১৭৭ রানের ইনিংসের কল্যাণে বড় সংগ্রহ পায় আফগানিস্তান। এছাড়া যথাক্রমে ৪০, ৪১, ৪০ করে ইব্রাহিমকে সঙ্গ দিয়ে যান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবী। 

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে দুই উইকেট হারালেও  ৯৮ বলে সেঞ্চুরিতে পৌঁছান জো রুট। আফগানিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইংল্যান্ডের বিদায়। শেষ ওভারের রোমাঞ্চে ৯ রানে জিতল আফগানিস্তান। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three