রিয়াদ ফিরবেন কি না? নাহিদ রানা খেলবেন কি না?
- 1
ইংল্যান্ড টেস্টের জন্য জিম্বাবুয়ের শক্তিশালী দল ঘোষণা
- 2
নিউজিল্যান্ড সিরিজের দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে মুস্তাফিজকে
- 3
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আকবর আলির নেতৃত্বে ইমার্জিং দল ঘোষণা
- 4
নারী ক্রিকেটে ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করল ইংল্যান্ড
- 5
লন্ডনে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে এনসিএল খেলবেন সাব্বির ও জহুরুল

রিয়াদ ফিরবেন কি না? নাহিদ রানা খেলবেন কি না?
রিয়াদ ফিরবেন কি না? নাহিদ রানা খেলবেন কি না?
রাওয়ালপিন্ডিতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে হতে চলা বাঁচা-মরার ম্যাচের আগে অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদের ফেরা নিয়ে আশাবাদী বাংলাদেশ দল। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচে জেতাই একমাত্র উপায় টাইগারদের জন্য। মাহমুদউল্লাহ রিয়াদ খেলতে পারবে কি না শেষ পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের জন্য ম্যাচটি সহজ হবে না, তবে মহমুদউল্লাহ দলে ফিরলে দলের আত্মবিশ্বাস বাড়বে।
মাহমুদউল্লাহ রিয়াদ একাদশে ফিরবেন কিনা; সবচেয়ে বড় প্রশ্ন। পুরোপুরি ফিট থাকলে রিয়াদ নিশ্চিতভাই একাদশে জায়গা পাবেন। সবশেষ উইন্ডিজ সিরিজে টানা ৩ ফিফটি পাওয়া রিয়াদের অভাব ভারতের বিপক্ষে ম্যাচে বোধ করেছে বাংলাদেশ। তবে আছে সমস্যার জায়গাও; রিয়াদ খেলবেন কোন পজিশনে, কার জায়গাতে?
যদি মাহমুদউল্লাহ রিয়াদ একাদশে আসেন তাহলে বাদ যাবেন ভারত ম্যাচে খেলা ওপেনারদের কেউ। সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজকে ওপেনিংয়ে পাঠানো হতে পারে। এই থিওরিতে বাংলাদেশ এগোলে বাদ পড়বেন সৌম্য সরকার। আগের ম্যাচে সৌম্যর ব্যাটিং আর ফিল্ডিং ফর্ম এমন কিছুরই ইঙ্গিত দেয়।
ইসলামাবাদ ক্লাবে প্রথম দিনের অনুশীলনেই ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিন দিন পর রিয়াদ অনুশীলনে ফিরে টানা দুই দিন ঘাম ঝরান নেটে। মাহমুদউল্লাহ রিয়াদ ফিটনেস টেস্ট দিয়ে উত্তীর্ণ হলেই সেরা একাদশে জায়গা করে নিবেন।
পেস ডিপার্টমেন্টে একটা বদলের সম্ভাবনা আছে। মুস্তাফিজুর রহমান খুব বেশি ফর্মে নেই, তবে তার অভিজ্ঞতা নিউজিল্যান্ড ম্যাচে কাজে লাগাতে চাইবে বাংলাদেশ। মুস্তাফিজ, তাসকিনের সাথে নাহিদ রানা রাওয়ালপিন্ডিতে নামলে জায়গা হারাতে পারেন তানজিম সাকিব। নাহিদ রানার এক্স ফ্যাক্টর বাংলাদেশ কাজে লাগায় কি না এটাই এখন দেখার বিষয়।