বাদ লিটন, আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাদ লিটন, আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাদ লিটন, আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
কলম্বোর আর প্রেমাদাসায় বাংলাদেশের সিরিজ বাঁচানোর মিশন। দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নামছে টাইগাররা। সেরা একাদশে দুই পরিবর্তন, নেই লিটন দাস ও তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। বাদ পড়লেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস। আগের ম্যাচে ৪ উইকেট পাওয়া তাসকিন আহমেদ বিশ্রামে।
তাসকিন-লিটনের পরিবর্তে দলে ঢুকলেন শামীম হোসেন পায়টোয়ারী ও হাসান মাহমুদ। বাংলাদেশের মতো শ্রীলঙ্কার একাদশেও দুই পরিবর্তন। ইশান মালিঙ্গা, মিলান রত্নায়েকের জায়গায় খেলছেন দুনিথ ওয়েল্লালাগে ও দুশমান্থ চামিরা।
সিরিজ বাঁচানোর লড়াইয়ে টসভাগ্য মেহেদী হাসান মিরাজের পক্ষে কথা বলেছে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক।
বাংলাদেশ একাদশ- তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
শ্রীলঙ্কা একাদশ- নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে,দুনিথ ওয়েল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, দুশমান্থ চামিরা, আসিথা ফার্নান্দো।