বোলিংয়ে ষাঁড়ের মতো শক্তি আনতে প্রিয় খাবার ছেড়েছিলেন বুমরাহ
৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন
প্রকাশ: 13 ঘন্টা আগেআপডেট: 29 মিনিট আগে
বোলিংয়ে ষাঁড়ের মতো শক্তি আনতে প্রিয় খাবার ছেড়েছিলেন বুমরাহ
বোলিংয়ে ষাঁড়ের মতো শক্তি আনতে প্রিয় খাবার ছেড়েছিলেন বুমরাহ
ভারতের পেস আক্রমণের নির্ভরতার নাম জসপ্রীত বুমরাহ। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ভারতের জার্সিতে ২০৭ ম্যাচ খেলে তুলে নিয়েছেন ৪৫৭ উইকেট। বল হাতে তাঁর সবচেয়ে বড় শক্তি গতি ও নিখুঁত ইয়র্কার। আর সেই গতি ধরে রাখতে গিয়ে শৈশব থেকেই করতে হয়েছে অনেক আত্মত্যাগ।
সম্প্রতি ভারতের সাবেক বোলিং কোচ ভরত অরুণ এক অনুষ্ঠানে জানালেন বুমরাহর সাফল্যের পেছনের গল্প। তিনি বলেন, “একসময় বুমরাহর বোলিং অ্যাকশন বদলানো হয়েছিল। কিন্তু তাতে তার বলের গতি কমে গিয়েছিল। পরে আবার পুরোনো অ্যাকশনে ফিরে আসে সে। কারণ নতুন অ্যাকশন ভালো হলেও তাতে গতি আসছিল না। আর গতি ছাড়া পেসারের অস্ত্রই বা কী?”
অরুণ আরও জানান, শুধু অ্যাকশন নয়, শরীরে ষাঁড়ের মতো শক্তি পেতে খাদ্যাভ্যাসেও বদল আনতে হয়েছিল বুমরাহকে। “আমরা ওকে বলেছিলাম, জোরে বল করতে হলে ষাঁড়ের মতো শক্তি চাই। তার জন্য দরকার ফিটনেস, সঠিক খাওয়া-দাওয়া আর আত্মত্যাগ। বুমরাহ সঙ্গে সঙ্গেই সেটা মেনে নেয়। আগে বার্গার, পিৎজা, মিল্কশেক খেতে ভালোবাসত। কিন্তু সেসব রাতারাতি ছেড়ে দিয়ে শুরু করেছিল নিয়মিত জিম ও সঠিক ডায়েট। বিরাট কোহলির মতোই ফিটনেসের ব্যাপারে প্রচণ্ড দায়বদ্ধ ছিল সে।”
টেস্টে বুমরাহর ঝুলিতে আছে ২১৯ উইকেট, ওয়ানডেতে ১৪৯ উইকেট এবং টি–টোয়েন্টিতে ৮৯ উইকেট। ব্যাটারদের ত্রাস হয়ে ওঠা এই পেসার আইপিএলেও নিয়েছেন ১৮৩ উইকেট। খাদ্যের প্রতি ভালোবাসা ভুলে, বলের প্রতি ভালোবাসাকে আঁকড়ে ধরেই আজকের এই ভয়ংকর বোলার জসপ্রীত বুমরাহ। ভারতের পেস মেশিন হয়ে উঠতে যিনি ত্যাগ করেছেন নিজের শৈশবের প্রিয় খাবারও।