Image

সোহানের সেঞ্চুরির পর ৯৭ রানে জিতল ধানমন্ডি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সোহানের সেঞ্চুরির পর ৯৭ রানে জিতল ধানমন্ডি

সোহানের সেঞ্চুরির পর ৯৭ রানে জিতল ধানমন্ডি

সোহানের সেঞ্চুরির পর ৯৭ রানে জিতল ধানমন্ডি

নুরুল হাসান সোহানের ১৩২ রানের উপর ভর করে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৯৭ রানে হারিয়েছে ধানমন্ডি স্পোটর্স ক্লাব। আগে ব্যাট করে ধানমন্ডি ২৭৭ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে সানজামুল ইসলামের বোলিং তোপে মাত্র ১৮০ রানেই অলআউট হয়ে যায় শাইনপুকুর।

রবিবার ডিপিএলে টসে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নুরুল হাসান সোহান। প্রথম ৭৬ রান তুলতে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ধানমন্ডি। তখন ই দলের ঢাল হয়ে দাঁড়ান অধিনায়ক সোহান। হাবিবুর রহমান ৪৫, সানজামুল ইসলাম ৪০ রানে ফিরলেও শতক তুলে নেন সোহান। 

১৩ চার ও ৪ ছয়ে ১৩১ বলে ১৩২ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন সোহান। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে দল সংগ্রহ করে ২৭৭ রান। শাইনপুকুরের হয়ে ৩ টি উইকেট নেন রায়ান রাফসান রহমান। ২ টি করে উইকেট নেন রাফিউজ্জামান রাফি এবং আলী মোহাম্মদ ওয়ালিদ।

২৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে শাইনপুকুর। কামরুল ইসলাম রাব্বি ও সানজামুল হকের আক্রমণে বড় ইনিংস খেলতে পারেননি কোনো ব্যাটার।

রহিম আহমেদ ৪২ এবং মিনহাজুল আবেদিন সাব্বির ৩৫ রান করলেও তা শুধু হারের ব্যবধান ই কমিয়েছে। ৪৫.৩ ওভারে ১৮০ রানেই অলআউট হয়ে যায় শাইনপুকুর। ধানমন্ডির হয়ে ৪ টি উইকেট শিকার করেন সানজামুল ইসলাম, ৩ টি উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three