ফাইনালে ওঠার লড়াইয়ে খেলছেন সাকিব, রিশাদ

ফাইনালে ওঠার লড়াইয়ে খেলছেন সাকিব, রিশাদ
ফাইনালে ওঠার লড়াইয়ে খেলছেন সাকিব, রিশাদ
করাচি কিংসের বিপক্ষে গতরাতে এলিমিনেটর জিতে লাহোর কালান্দার্স নিশ্চিত করে কোয়ালিফায়ার। ম্যাচে কেবল এক ওভার বোলিং পান সাকিব আল হাসান। আজ আবার নতুন লড়াই, ফাইনালে উঠার মিশনে সাকিব আল হাসা, রিশাদ হোসেনকে নিয়ে সেরা একাদশ সাজিয়েছে কালান্দার্স ফ্র্যাঞ্চাইজি।
আজ শুক্রবার ২০২৫ পিএসএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি লাহোর। টসে জিতে আগে ব্যাটিং বেছেন নিলেন কালান্দার্স ক্যাপ্টেন শাহীন শাহ আফ্রিদি। ইসলামাবাদ ইউনাইটেডকে হারালে ২৫ তারিখ ফাইনাল কোয়েট্টা গ্ল্যাডিয়েটরসের বিরুদ্ধে।
মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসানের সাথে রিশাদ হোসেনকে একাদশে ফিরিয়েছে লাহোর কালান্দার্স। তবে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে মেহেদী হাসান মিরাজের অভিষেকের অপেক্ষা বাড়লো। রিশাদকে একাদশে জায়গা দিতে বাদ পড়লেন পেসার জামান খান।
এলিমিনেটর ম্যাচে বল হাতে কেবল ১ ওভার করার সুযোগ পেয়ে সাকিব শিকার করেন এক উইকেট, বিপরীতে রান দেন ৪। এরপর লক্ষ্য তাড়ায় সাকিবের ব্যাটিংয়ে নামার আগেই ৬ উইকেটের বড় জয় নিশ্চিত হয়ে যায়।
লাহোর কালান্দার্স একাদশ-
ফখর জামান, মোহাম্মদ নাইম, আবদুল্লাহ শফিক, কুশল পেরেরা (উইকেটকিপার), সাকিব আল হাসান, ভানুকা রাজাপাকসে, আসিফ আলি, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান মির্জা, রিশাদ হোসেন ও হারিস রউফ।