Image

জুলাই আন্দোলনের উস্কানি ও অর্থদাতা সাকিব; শেখ হাসিনার কাছে বলা হয় সাকিব নাশকতাকারী

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জুলাই আন্দোলনের উস্কানি ও অর্থদাতা সাকিব; শেখ হাসিনার কাছে বলা হয় সাকিব নাশকতাকারী

জুলাই আন্দোলনের উস্কানি ও অর্থদাতা সাকিব; শেখ হাসিনার কাছে বলা হয় সাকিব নাশকতাকারী

জুলাই আন্দোলনের উস্কানি ও অর্থদাতা সাকিব; শেখ হাসিনার কাছে বলা হয় সাকিব নাশকতাকারী

সাকিব আল হাসান তার দল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নাশকতার সাথে জড়িত; এমন সন্দেহ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ইস্যু খতিয়ে দেখতে গোপন তদন্তের নির্দেশও দেওয়া হয় তার পক্ষ থেকে। ছাত্র আন্দোলনের পক্ষে থাকা, আওয়ামী লীগ ও তৎকালীন প্রধানমন্ত্রীকে নিয়ে নাশকতায় জড়িত থাকার অভিযোগ আসে শেখ হাসিনার টেবিলে।

গণভবনের গোপন নথিতে জুলাই আন্দোলনের উস্কানি ও অর্থদাতা হিসেবে চিহ্নিত সাকিব আল হাসান। সম্প্রতি গণভবন থেকে পাওয়া নথিপত্র নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দ্য ডেইলি স্টার। সেখানে দেখা যায় সাকিব আল হাসানের উপর তার দলের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হয়েছিল।

গণ-অভ্যুত্থানের পরে ভারতে পালিয়ে যাওয়ার আগে গোয়েন্দারা শেখ হাসিনাকে পতিত সরকারের সাবেক এমপি সাকিব আল হাসানের উপর নজর রাখতে বলেছিলেন। সেই সময়ে গোয়েন্দাদের দ্বারা অর্থায়ন ও বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে সাকিব ছিল অন্যতম। তাই শেখ হাসিনার নাশকতাকারীর তালিকায় ছিলেন সাকিব আল হাসান। 

দ্য ডেইলি স্টার প্রতিবেদনে লিখেছে, 'ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা নথিতে ছয়জনের একটি তালিকা রয়েছে, যাদের 'অর্থদাতা ও উসকানিদাতা' হিসেবে শেখ হাসিনার কাছে উপস্থাপন করা হয়েছে। দুজনের নামে চোখ আটকে যেতে পারে। তারা হলেন—সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ এবং তারকা ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। নথিতে এই দুজনের বিরুদ্ধে গোপনীয়তার সঙ্গে অভ্যন্তরীণ তদন্তের সুপারিশ করা হয়েছে।' 

Details Bottom
Details ad One
Details Two
Details Three