Image

বৃষ্টি ভেজা দিনে নাইম-সাইফের রান উৎসব, বিজয়ের আছে আফসোস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 8 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বৃষ্টি ভেজা দিনে নাইম-সাইফের রান উৎসব, বিজয়ের আছে আফসোস

বৃষ্টি ভেজা দিনে নাইম-সাইফের রান উৎসব, বিজয়ের আছে আফসোস

বৃষ্টি ভেজা দিনে নাইম-সাইফের রান উৎসব, বিজয়ের আছে আফসোস

বাংলাদেশ 'এ' এবং নিউজিল্যান্ড 'এ' দলের দ্বিতীয় অনানুষ্ঠানিক চার দিনের খেলায় মোহাম্মদ নাইম শেখের সেঞ্চুরি মিসের পর ২ রানের জন্য ফিফটি পাননি আরেক ওপেনার এনামুল হক বিজয়। তিনে নামা সাইফ হাসানের ব্যাট থেকে আসে ৫১ রান। বাংলাদেশের রান যখন ৪ উইকেটে ২২৫, হঠাৎ বৃষ্টিতে থেমে যায় খেলা। 

দুপুর পেরিয়ে বিকেল; বৃষ্টি না থামায় নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা। প্রথম দিনের খেলা সমাপ্ত ঘোষণার আগে ৫৭.৩ ওভারে বাংলাদেশ 'এ' দলের রান ৪ উইকেটে ২২৫। অমিত হাসান অপরাজিত ১৬ রানে, তাকে সঙ্গ দেওয়া মাহিদুল ইসলাম অংকনের ব্যাট থেকে এখন অবদি রান এসেছে ১। 

নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের প্রথম দিনেই সহজাত ব্যাটিংয়ে নাইম ছুটছিলেন শতকের দিকে। তবে দুর্ভাগ্যজনক ভাবে ফক্সক্রফটের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে ব্যক্তিগত ৮২ রানে থামেন নাইম। ৯৪ বল খেলে নাইম প্যাভিলিয়নে ফিরলে ভাঙে বাংলাদেশের ১৩০ রানের ওপেনিং জুটি। নাইমের বিদায়ের পরের ওভারে নেই এনামুল বিজয়ের উইকেটও। ৯৭ বলে ৪৮ রান নিয়ে বিজয় ফিরে যান সাজঘরে। 

নাইম তার ৮২ রানের ইনিংস সাজান ১০ চার ও দুই ছক্কায়। এনামুল হক বিজয়ের ব্যাট থেকে ৪৮ রান আসে ৯৭ বলে, ৫ চার ও ১টি ছক্কা হাঁকিয়ে। পরপর দুই ওভারে দুই ওপেনারের বিদায়ের পর বাংলাদেশ 'এ' দলকে এগিয়ে নিয়ে যান তিনে নামা সাইফ হাসান ও জাকির হাসান। ফিফটি হাঁকিয়ে বেশিদূর এগিয়ে যেতে পারেননি সাইফ। ব্যক্তিগত ৫১ রানে জ্যাক ফোকসের বলে ফক্সক্রফটের হাতে ক্যাচ তুলে হারান উইকেট। সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি জাকির হাসান (১৬)।

এর আগে টস জিতে আগে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান সোহান। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। সিলেট অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশ 'এ' দলকে ৭০ রানে হারিয়েছে নিউজিল্যান্ড 'এ' দল। ফলে চার দিনের দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three