Image

ওয়েস্ট ইন্ডিজ অদ্ভুত রেকর্ড গড়েও হারল অস্ট্রেলিয়ার কাছে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 9 মিনিট আগে
ওয়েস্ট ইন্ডিজ অদ্ভুত রেকর্ড গড়েও হারল অস্ট্রেলিয়ার কাছে

ওয়েস্ট ইন্ডিজ অদ্ভুত রেকর্ড গড়েও হারল অস্ট্রেলিয়ার কাছে

ওয়েস্ট ইন্ডিজ অদ্ভুত রেকর্ড গড়েও হারল অস্ট্রেলিয়ার কাছে

চতুর্থ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ব্যাটে বল হাতে এক দুর্দান্ত দলীয় পারফরম্যান্সে জয় তুলে নিল টিম অজি। ক্যামেরন গ্রিনের দারুণ ইনিংস আর গ্লেন ম্যাক্সওয়েলের অলরাউন্ড জাদুতেই প্রতিপক্ষের জয় স্বপ্ন ভেঙে চূর্ণ হলো।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ছিল স্ট্রোকের ঝলকানি, কিন্তু ছিল না একাগ্রতা বা স্থায়িত্ব। কেউই ৩১ রানের গণ্ডি পেরোতে পারেননি, কিন্তু দল করল ২০৫ রান টি-টোয়েন্টির ইতিহাসে এক বিরল নজির। শারফেন রাদারফোর্ড করেন সর্বোচ্চ ৩১ রান।

রোভম্যান পাওয়েল, শিমরন হেটমায়ার ও রাদারফোর্ড ছোট ছোট ক্যামিও খেললেও কেউই ইনিংস বড় করতে পারেননি। তবে জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড শেষ দিকে হাত খুলে দলের সংগ্রহটিকে ২০০’র গণ্ডির পার করান।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে অ্যারন হার্ডি ও জ্যাভিয়ার বার্টলেট পাওয়ারপ্লেতে উইকেট এনে দেন। নাথান এলিস আবারও ছিলেন কিপটে ৪ ওভারে মাত্র ২১ রান দেন। অ্যাডাম জাম্পা ৩টি, হার্ডি ও বার্টলেট ২টি করে উইকেট নেন।

অজিদের সামনে লক্ষ্য ছিল বড়। শুরুতেই আউট হন অধিনায়ক মিচেল মার্শ। তবে ইনিংসে গতি আনেন জশ ইংলিস ও গ্লেন ম্যাক্সওয়েল। ইংলিস ৩০ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন। আর ম্যাক্সওয়েল ১৮ বলে ৪৭ রানের তাণ্ডব চালান, যার মধ্যে ছিল ছয়টি বিশাল ছক্কা।

এই জুটি মাত্র ১০ ওভারে দলের সংগ্রহ নিয়ে যায় ১২৯ রানে। এরপর ম্যাক্সওয়েল আউট হলে হঠাৎ করে ধস নামে অস্ট্রেলিয়ার ইনিংসে। নবাগত জেদিয়াহ ব্লেডস তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচে উত্তেজনা ফেরান।

তবে চাপের মুখে একপ্রান্ত আগলে রাখেন ক্যামেরন গ্রিন। তিনি ৩৫ বলে ৫৫ রানের এক অনবদ্য ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ম্যাচের শেষ দিকে তাকে জীবনও দেন রাদারফোর্ড, যা শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের আরও একটি হতাশার প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায়।

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস তো বটেই, ফিল্ডিংয়েও ম্যাক্সওয়েল ছিলেন অবিশ্বাস্য। বাউন্ডারি লাইনের এক ক্যাচে তিনি শেফার্ডকে ফেরান, যেটি নিঃসন্দেহে ম্যাচের সেরা মুহূর্ত। ছয় বাঁচিয়ে হাতে বল নিয়েও নিজে বাউন্ডারির বাইরে না গিয়ে ফিরিয়ে দেন গ্রিনের কাছে এমন দৃশ্য টি-টোয়েন্টির ইতিহাসে খুবই বিরল।

ওয়েস্ট ইন্ডিজের জন্য এটি হতাশাজনক হারের আরেকটি অধ্যায়। সুযোগ তৈরি করেও শেষ মুহূর্তে ম্যাচ হাতছাড়া করেছে তারা। ফিল্ডিংয়ে ফাঁক-ফোকর, গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস এসব ভুলের মাশুল দিতে হলো চতুর্থ হারের মাধ্যমে।

সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী কয়েক দিনের মধ্যেই। সেখানে ওয়েস্ট ইন্ডিজের সামনে থাকবে মান রক্ষার লড়াই, আর অস্ট্রেলিয়ার লক্ষ্য থাকবে ৪-১ ব্যবধানে সিরিজ শেষ করা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three