Image

শেষ ওয়ানডে পরিত্যক্ত, তবুও ৩-২ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশের যুবারা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শেষ ওয়ানডে পরিত্যক্ত, তবুও ৩-২ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশের যুবারা

শেষ ওয়ানডে পরিত্যক্ত, তবুও ৩-২ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশের যুবারা

শেষ ওয়ানডে পরিত্যক্ত, তবুও ৩-২ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশের যুবারা

শ্রীলঙ্কায় ছয় ম্যাচের সিরিজ আজিজুল হাকিম তামিমের দল ৩-২ ব্যবধানে জিতে নিল। সিরিজ নিজেদের করে নিতে আজ শেষ ম্যাচে হার এড়াতেই হত। এমন গুরুত্বপূর্ণ ম্যাচ বাঁধা হয়ে দাঁড়াল কলম্বোর বৃষ্টি। এতে অবশ্য লাভ হয়েছে বাংলাদেশেরই, নিজেদের ব্যাটিং ইনিংস শেষ করার আগেই সিরিজ জয় নিশ্চিত হয়ে গেল জুনিয়র টাইগারদের।  

টানা বৃষ্টির কারণে এক প্রকার বাধ্য হয়েই স্থানীয় সময় বিকাল ৩টার দিকে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে আগের পাঁচ ম্যাচে ৩ জয় পাওয়া বাংলাদেশের হাতে উঠল সিরিজ চ্যাম্পিয়নের ট্রফি। 

কলম্বোর কোল্টস ক্রিকেট ক্লাব মাঠে এদিন বৃষ্টি শুরু হওয়ার আগে ৩৯.১ ওভার ব্যাট করতে পারা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩ উইকেট হারিয়ে রান করে ১৮৮। ওপেনার জাওয়াদ আবরার ব্যর্থ হলেও ৯৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। রিজান হোসেন অপরাজিত থাকেন ৪৮ রান নিয়ে। 

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। তবে এদিন আর দলকে উড়ন্ত শুরু এনে দিতে পারেননি ওপেনাররা। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়ে বসেন জাওয়াদ আবরার। ৭ বল খেলা জাওয়াদ কোনো রান করেই ফিরে যান প্যাভিলিয়নে।  

জাওয়াদ আবরারের বিদায়ের পর অধিনায়ক আজিজুল হাকিম তামিম এসে আরেক ওপেনার কালাম সিদ্দীকির সঙ্গী হন। এই দুইয়ের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। ৬২ বলে ফিফটি পূর্ণ করা তামিম সহজাত ব্যাটিংয়ে ছুটছিলেন সেঞ্চুরির পথেই। তবে শতক থেকে মাত্র ৬ রান দূরে তামিম উইকেট হারান ক্যাচ দিয়ে। 

ব্যক্তিগত ৩১ রানে কালাম সিদ্দীকির বিদায়ের পর রিজান হোসেন এসে দারুণভাবে সঙ্গ দেন আজিজুল হাকিমকে। ১১১ বল খেলে ৯৪ রানে তামিম আউট হলেও রিজান বৃষ্টি নামার আগ পর্যন্ত রান করেন ৪৮। এছাড়া মোহাম্মদ আবদুল্লাহ অপরাজিত থাকেন ৫ রান নিয়ে। 

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল যে এই সিরিজ হারছে না, তা নিশ্চিত হয়ে যায় ৪র্থ ওয়ানডে জয়ের পরই। তবে ট্রফি নিজেদের করে উঁচিয়ে ধরতে হলে আজ সিরিজের ৬ষ্ঠ ও শেষ ওয়ানডেতে কেবল পরাজয় এড়াতে হত। বাংলাদেশের যুবারা ম্যাচ জয় পর্যন্ত যাওয়ার আগেই কলম্বোর বৃষ্টি সফরকারীদের সিরিজ জয় নিশ্চিত করে দিল। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three