নারী ক্রিকেটারদের ব্যস্ত মৌসুম, ২০২৫-২৬ ক্যালেন্ডার ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড
- 1
রিশাদ ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে, উন্নতি করেছেন পারভেজ ইমন
- 2
টানা দুই শিরোপা জয়ের খুব কাছে রংপুর রাইডার্স
- 3
দক্ষিণ আফ্রিকায় টাইগার যুবাদের দারুণ শুরু
- 4
নারী ক্রিকেটারদের ব্যস্ত মৌসুম, ২০২৫-২৬ ক্যালেন্ডার ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড
- 5
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা আন্দ্রে রাসেলের, শেষ মঞ্চ স্যাবাইনা পার্কেই

নারী ক্রিকেটারদের ব্যস্ত মৌসুম, ২০২৫-২৬ ক্যালেন্ডার ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড
নারী ক্রিকেটারদের ব্যস্ত মৌসুম, ২০২৫-২৬ ক্যালেন্ডার ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০২৫-২৬ মৌসুমের নারীদের ক্রিকেট ক্যালেন্ডার প্রকাশ করেছে, যেখানে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া পর্যায়েও ব্যস্ত সময় কাটাবে পাকিস্তানের নারী ক্রিকেটাররা।
আন্তর্জাতিক সূচি:
মৌসুমের সূচনা হবে আয়ারল্যান্ড সফরের মাধ্যমে। ৬ থেকে ১০ আগস্ট পর্যন্ত ডাবলিনে আয়োজিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে পাকিস্তান নারী দল।
এরপর পাকিস্তান নারী দল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে, যা আগামী বছর শ্রীলঙ্কা ও ভারতে অনুষ্ঠেয় আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ প্রস্তুতির অংশ।
এই সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৬, ১৯ ও ২২ সেপ্টেম্বর।
পরে পাকিস্তান দল বিশ্বকাপে অংশ নিতে শ্রীলঙ্কা সফর করবে। ২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত লিগ পর্বের ম্যাচ খেলার পর, যদি দলটি সেমিফাইনাল (২৯ অক্টোবর) ও ফাইনালে (২ নভেম্বর) ওঠে, ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলম্বোতে।
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তান সফর করবে দক্ষিণ আফ্রিকা। এ সফরে তিনটি ওয়ানডে (আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ) ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে।
এপ্রিল-মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষেও একই ধরনের সিরিজ অনুষ্ঠিত হবে (স্থান পরে জানানো হবে)।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে আয়োজিত একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে (পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড) অংশ নেবে পাকিস্তান নারী দল।
শেষে, ১২ জুন থেকে ৫ জুলাই, ২০২৬ পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে শেষ হবে আন্তর্জাতিক সূচি।
ঘরোয়া টুর্নামেন্টসমূহ:
ন্যাশনাল উইমেন্স ওয়ানডে টুর্নামেন্ট – ৬ থেকে ২৪ নভেম্বর, ২০২৫ | স্থান: করাচি
ন্যাশনাল উইমেন্স টি-টোয়েন্টি টুর্নামেন্ট – ২৪ মার্চ থেকে ১৭ এপ্রিল, ২০২৬ | স্থান: করাচি
ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট – অক্টোবর, ২০২৫ | সময়সূচি ও ভেন্যু পরে জানানো হবে
পাথওয়েজ ক্রিকেট (অনূর্ধ্ব-১৯):
নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি টুর্নামেন্ট – ১৫ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর, ২০২৫ | করাচি
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর – ডিসেম্বর, ২০২৫ | পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ
নারী ক্রিকেট বিভাগের প্রধান রাফিয়া হায়দার বলেন:
“এই ক্যালেন্ডার আমাদের কৌশলগত পরিকল্পনারই অংশ, যেখানে ঘনঘন ও প্রতিযোগিতামূলক ম্যাচ আয়োজনের মাধ্যমে নারী ক্রিকেটারদের উন্নয়নের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক বড় আসরগুলোর আগে আমাদের প্রস্তুতি সূচি যথেষ্ট পরিপূর্ণ ও চ্যালেঞ্জিং।
উদীয়মান অনূর্ধ্ব-১৯ খেলোয়াড়দের জন্য পাথওয়েজ টুর্নামেন্ট ও বাংলাদেশ সফর হবে একটি বড় মঞ্চ। এছাড়া আমরা নারী ক্রিকেটারদের জন্য বিভাগীয় টুর্নামেন্ট চালুর পরিকল্পনায়ও কাজ করছি।”
নারী আন্তর্জাতিক ক্রিকেট সূচি (২০২৫-২৬):
৩ টি-টোয়েন্টি বনাম আয়ারল্যান্ড, ডাবলিন (৬-১০ আগস্ট ২০২৫)
৩ ওয়ানডে বনাম দক্ষিণ আফ্রিকা, লাহোর (১৬-২২ সেপ্টেম্বর ২০২৫)
আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ, শ্রীলঙ্কা (৩০ সেপ্টেম্বর – ২ নভেম্বর ২০২৫)
৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি বনাম দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা (৭ ফেব্রুয়ারি – ২ মার্চ ২০২৬)
৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি বনাম জিম্বাবুয়ে (২৪ এপ্রিল – ১১ মে ২০২৬)
টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ – আয়ারল্যান্ড (মে-জুন ২০২৬)
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, ইংল্যান্ড (১২ জুন – ৫ জুলাই ২০২৬)।