কিছু লোক আমাকে ভালো হতে দিচ্ছে না: সাব্বির
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা
- 3
শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
- 4
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট
- 5
সিলেটে ৯ উইকেট পাওয়া মুজারাবানি আইসিসি র্যাংকিংয়ে দিলেন বড় লাফ

কিছু লোক আমাকে ভালো হতে দিচ্ছে না: সাব্বির
কিছু লোক আমাকে ভালো হতে দিচ্ছে না: সাব্বির
শৃঙ্খলাজনিত কান্ডে অনেকবার ই সংবাদের শিরোনাম হয়েছেন সাব্বির রহমান। চলতি বিপিএলেও নিজের দল ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমের সামনে ফাঁস করেছেন এই ব্যাটারের অনুশীলনে না আসার ব্যাপার। এ কারণেই নাকি ২ ম্যাচে একাদশে জায়গা পাননি সাব্বির; এমনটাই জানিয়েছেন কোচ সুজন। এবার এই ব্যাপারে মুখ খুলেছেন সাব্বির রহমান নিজেই।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে করা এক প্রশ্নে তাকে নিয়ে কোচ খালেদ মাহমুদের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তিনি। দলকে না জানিয়ে অনুশীলনে অনুপস্থিত থাকার ব্যাপারে তিনি বলেন, "কোচের সঙ্গে কথা হয়েছিল আমার। কোচকে বলেছিলাম যে আমার পারিবারিক ইস্যু আছে। তিনি হয়তো বুঝতে পারেননি। আমার মনে হয় দলের ভেতরের কথাগুলো সংবাদমাধ্যমে না বলাই ভালো।"
শুধু এবার ই নয়, সাব্বির রহমানের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নতুন নয়। কারণেই হয়তো তাকে বলা হয় ক্রিকেটের ব্যাড বয়। তবে সাব্বিরের মতে, তিনি ভালো হতে চেষ্টা করছেন কিন্তু আশপাশের লোক তাকে ভালো হতে দিচ্ছে না।
"ছোট থেকেই তো হ্যান্ডেলিং করছি ভাইয়া সবকিছু মিলে। নিজেকে কীভাবে সামলাবো। কোচের সাথে কথা হয়েছে, ফ্যামিলি ইস্যু ছিল। উনি হয়তবা বুঝতে পারে নাই। ইন্টার্নাল কথাগুলা প্রেসে না বলাই ভালো। যেহেতু সাব্বির রহমান, কিছু হলেই ডিসিপ্লিনের কথা চলে আসে। আমি চেষ্টা করি ঠিক করার জন্য। আশেপাশে কিছু লোক হয়ত ভালো হতে দিচ্ছে না, পুশ করছে আমাকে। এটা নিয়ে আসলে আমি অত চিন্তিত না। আমার কাজ খেলা, পারফর্ম করা সেটাই করছি এখন।"
অনেকদিন পর ব্যাটে রান পেয়েছেন সাব্বির রহমান। চিটাগং কিংসের বিপক্ষে খেলেছেন ৩৩ বলে ৮২ রানের ইনিংস। এই ইনিংসি আত্মবিশ্বাস অনেক বাড়িয়েছে বলে জানিয়েছেন সাব্বির। "ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগছে। খুব আত্মবিশ্বাস অনুভব করছি।"
জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন কিনা এমন প্রশ্নের উত্তরে সাব্বির বলেন, "স্বপ্ন তো সবাই দেখে। আমাকে ইয়াং বলতে পারেন, সিনিয়রও বলতে পারেন। দুটো মিলিয়েই আমি। আমার ফিটনেস এখনো পড়ে যায়নি। দুই-তিনটি ইনিংস যদি ভালো খেলতে পারি, নির্বাচকেরা যদি সুযোগ করে দেন, অবশ্যই চেষ্টা করব ভালো খেলতে।"
সাব্বির আরো জানান নিয়মিত নিজ খরচে রাজশাহীতে অনুশীলন করেন তিনি, "আমি নিয়মিতই অনুশীলন করি। চেষ্টা করছি আবার ফেরার জন্য। বিপিএলে সুযোগ পেয়েছি… আলহামদুলিল্লাহ। চেষ্টা করব ভালো খেলার জন্য।"