১৩ ওভারে ১০০, ২০ ওভার শেষে বাংলাদেশের রান ১২৩
- 1
জিম্বাবুয়ে টেস্টের জন্য ইংল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা
- 2
ম্যাচ সেরার পুরস্কার নিয়ে এসে শ্রেয়াস জানলেন জরিমানা ১২ লাখ
- 3
নিউজিল্যান্ড সিরিজের দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে মুস্তাফিজকে
- 4
সিলেটে ৯ উইকেট পাওয়া মুজারাবানি আইসিসি র্যাংকিংয়ে দিলেন বড় লাফ
- 5
পাকিস্তানে যাবার আগে শারজাহতে ২ টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা

১৩ ওভারে ১০০, ২০ ওভার শেষে বাংলাদেশের রান ১২৩
১৩ ওভারে ১০০, ২০ ওভার শেষে বাংলাদেশের রান ১২৩
প্রথম ২ ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করার পর তৃতীয় টি-টোয়েন্টি তে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওরলা প্রেন্ডারগাস্টের দাপুটে বোলিংয়ে টাইগ্রেসদের অল্প রানেই বেঁধে ফেলে আইরিশরা। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে হলে আয়ারল্যান্ডের সামনে লক্ষ্য ১২৪ রানের।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে নিগার সুলতানার দল। ২৪ বলে ৩৩ রানের জুটিতে শুরুটা ভালোই করে দুই ওপেনার মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারি। পাওয়ার প্লে থেকে আসে ৪৯ রান।
মুর্শিদা ১২ রানে আউট হলে দ্বিতীয় উইকেট জুটিতে ৫৮ বলে ৭১ রান তোকে সোবহানা এবং শারমিন আক্তার। অ্যামি মাগুইরের বলে স্ট্যাম্পিং হয়ে ফিরে যাবার আগে ৩৩ বলে ৩৪ রান করেন শারমিন। তার ইনিংসে ছিলো ৪ টি চারের মার।
এলবিডাব্লুউর ফাঁদে পড়ে অর্ধশতক না পাওয়ার আক্ষেপ নিয়ে ৪৫ রানে ফিরে যান সোবহানা। তারপরেই রানের গতি কমে যায় টাইগ্রেসদের। শেষ ৮ ওভার থেকে এসেছে মাত্র ২৯ রান, আর তাতে হারিয়েছে ৬ উইকেট। প্রথম থেকে বড় রানের দিকে এগোতে থাকলেও শেষদিকে আইরিশ বোলারদের নৈপুণ্যে ১২৩ রানে বেঁধে ফেলে বাংলাদেশকে।
আয়ারল্যান্ডের হয়ে ৪ টি উইকেট শিকার করেন ওরলা প্রেন্ডারগাস্ট। ২ টি উইকেট তুলে নেন অ্যামি মাগুইর।