আইপিএল থেকে ২৬ মে-র মধ্যে দেশে ফিরতে হবে দক্ষিণ আফ্রিকার ৮ ক্রিকেটারকে

আইপিএল থেকে ২৬ মে-র মধ্যে দেশে ফিরতে হবে দক্ষিণ আফ্রিকার ৮ ক্রিকেটারকে
আইপিএল থেকে ২৬ মে-র মধ্যে দেশে ফিরতে হবে দক্ষিণ আফ্রিকার ৮ ক্রিকেটারকে
এক সপ্তাহ বিরতির পর, ১৭ মে আইপিএল আবার শুরু হচ্ছে। ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) তাদের খেলোয়াড়দের ২৬ মে-র মধ্যে দেশে ফিরিয়ে নিয়ে চায়। এবারের আইপিএল আসরে আছেন দক্ষিণ আফ্রিকার মোট ২০ ক্রিকেটার, তাদের মধ্যে আটজনকে ১১ জুন থেকে লর্ডসে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে রাখা হয়েছে।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট জানিয়েছে, ‘আইপিএল এবং বিসিসিআইয়ের সঙ্গে প্রাথমিক চুক্তি ছিল যে, ফাইনাল ম্যাচ ২৫ মে অনুষ্ঠিত হবে, আমাদের খেলোয়াড়রা ২৬ তারিখে ফিরে আসবে, যাতে ৩০ তারিখ আমরা দেশ ছাড়ার আগে প্লেয়াররা পর্যাপ্ত সময় পায়।’ কিন্তু এখন আইপিএল ২০২৫ এর ফাইনাল ম্যাচটি ৩ জুন অনুষ্ঠিত হবে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে ডাক পাওয়া দক্ষিণ আফ্রিকার ৮ ক্রিকেটারকে নিয়ে প্রাথমিকভাবে জারি করা এনওসি অনুসারে, ২৬শে মে-র মধ্যে ভারত ত্যাগ করার কথা রয়েছে। ফলে আইপিএল প্লে-অফ না খেলেই তাদের দেশে ফিরে আসতে হবে, এই ইস্যুতে ক্রিকেট সাউথ আফ্রিকা এবং বিসিসিআইয়ের মধ্যে আলোচনা চলমান।
কাগিসো রাবাদা (গুজরাট টাইটান্স), লুঙ্গি এনগিডি (আরসিবি), ট্রিস্টান স্টাবস (দিল্লি ক্যাপিটালস), এইডেন মার্করাম (এলএসজি), রায়ান রিকেলটন, করবিন বশ (মুম্বাই ইন্ডিয়ান্স), মার্কো জানসেন (পাঞ্জাব কিংস) এবং উইয়ান মুল্ডার (সানরাইজার্স হায়দ্রাবাদ) ৩০শে মে টেস্ট দলের সাথে যুক্তরাজ্যে যাওয়ার আগে আইপিএল থেকে দক্ষিণ আফ্রিকায় ফিরে যাবেন।
প্লে-অফ শুরু হওয়ার আগেও পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, লখনৌ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে থাকা ক্রিকেটাররা একটি করে ম্যাচ মিস করবেন। যাতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে কিছুটা বিশ্রাম নিতে পারেন সেই প্লেয়াররা। দক্ষিণ আফ্রিকা ডব্লিউটিসি দল ঘোষণার পর জোহানেসবার্গে হেড কোচ কনরাড বলেন, '২৫ তারিখে খেলার পর আমাদের খেলোয়াড়রা ২৬ তারিখে ফিরে আসবে, যাতে ৩০ তারিখে ফ্লাইটের আগে তাদের পর্যাপ্ত সময় থাকে।'
৩১শে মে আরুন্ডেলে (ইংল্যান্ডের একটি শহর) পৌঁছে ৩-৬শে জুন জিম্বাবুয়ের বিরুদ্ধে একটি চার দিনের ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে প্রোটিয়ারা। যেদিন আইপিএলের ফাইনাল হবে। এরপর ৭ জুন যাবে লন্ডনে, ১১ থেকে ১৫ জুন পর্যন্ত চলবে ডব্লিউটিসি ফাইনাল।