দুর্বার রাজশাহীর প্লেয়ারদের পেমেন্ট চেক আবারও বাউন্স
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা
- 3
শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
- 4
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট
- 5
বাংলাদেশকে চাপে রাখা ভিনসেন্ট মাসেকিসা ফলো করেন রিশাদ হোসেনকে

দুর্বার রাজশাহীর প্লেয়ারদের পেমেন্ট চেক আবারও বাউন্স
দুর্বার রাজশাহীর প্লেয়ারদের পেমেন্ট চেক আবারও বাউন্স
দুর্বার রাজশাহীর প্লেয়ারদের পেমেন্ট চেক আবারও বাউন্স হয়েছে। বিপিএলে প্রতিদিনই নতুন, নতুন সব ঘটনার জন্ম দিচ্ছে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। আবারও চেক বাউন্স হওয়াতে নতুন করে বিপদে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা।
খেলোয়াড়দের পারিশ্রমিক যথা সময়ে না দেওয়া, চট্টগ্রামে হোটেল বিল দিতে না পেরে বিব্রতকর অবস্থা, টাকা পাননি বলে ম্যাচ বয়কট করে দলের বিদেশি ক্রিকেটাররা; এমন নানা নেতিবাচক ঘটনার পর আজ রাজশাহীকে নিয়ে সর্বশেষ বিতর্ক, প্লেয়ারদের পেমেন্ট চেক আবারও বাউন্স হয়েছে।
রাজশাহীর ইতোমধ্যে গ্রুপ পর্বের সব ম্যাচ খেলা শেষ। প্লে-অফের দৌড়ে তারা এখনও টিকে থাকলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। এই ক্ষেত্রে রাজশাহী যদি প্লে-অফে সুযোগ না পায় তাহলে চলমান বিপিএলে তাদের আর কোনো ম্যাচ নেই।
১২ ম্যাচে ষষ্ঠ জয়ে ১২ পয়েন্ট নিয়ে এখন আরও উজ্জ্বল রাজশাহীর প্লে–অফে খেলার সম্ভাবনা। তবে সেই হাসি আবারও মলিন হয়ে গেছে ক্রিকেটারদের। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে চেক দিলেও ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না থাকায় টাকা তুলতে পারেননি ক্রিকেটাররা।