নির্বাচিত হলে ক্রিকেট খেলবেন না তামিম
৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন
প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 6 মিনিট আগে
নির্বাচিত হলে ক্রিকেট খেলবেন না তামিম
নির্বাচিত হলে ক্রিকেট খেলবেন না তামিম
দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক ও আন্তর্জাতিক ক্রিকেটে ১৫২৪৯ রানের মালিক তামিম ইকবাল এবার নাম লিখিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া পরিচালনা পর্ষদের নির্বাচনে লড়াই করবেন তিনি। ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। তবে তৎকালীন প্রধানমন্ত্রীর অনুরোধে সে সিদ্ধান্ত ভেঙে ফেরেন জাতীয় দলে। তবে ফিরেও খেলেছেন মাত্র দুটি ম্যাচ। এরপর প্রায় দুই বছর জাতীয় দলের বাইরে আছেন এ বাঁহাতি ওপেনার। যদিও ঘরোয়া ক্রিকেটে এখনও পুরোপুরি বিদায় জানাননি তিনি।
এ প্রসঙ্গে রবিবার এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান স্পষ্ট করে তামিম বলেন, "অবসর নেওয়ার কোনো দরকার নেই। এটা তো সকলেই বোঝেন, যদি বিসিবিতে নির্বাচিত হই, তাহলে আর ক্রিকেট খেলব না। কিন্তু এটা কোথাও লেখা নাই যে, আমি খেলতে পারব না। আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা দেওয়ার কোনো প্রয়োজন নেই।”
তিনি আরও যোগ করেন, "যেহেতু প্রশ্ন উঠেছে সেহেতু বলে দিলাম, আমি যদি নির্বাচিত হই তাহলে এই দেশে ক্রিকেটের (মাঠে খেলার বিষয়ে) সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক থাকবে না। তবে কোনো চ্যারিটি ম্যাচ হলে সেটা আমি খেলতেই পারি।”
শুধু ব্যক্তিগত অবস্থান নয়, বিসিবির নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানান সাবেক অধিনায়ক। তামিমের ভাষায়, "আমি শুধু স্বচ্ছ একটি নির্বাচন চাই। ফলাফল যাই হোক এতে আমার কোনো সমস্যা নেই। জিতি বা হারি, তা পরের ব্যাপার। কিন্তু নির্বাচন যেন স্বচ্ছ হয়, সেটাই আমার চাওয়া।”
লাল সবুজ জার্সিতে বাইশ গজে দাপট দেখানো তামিমের নতুন ভূমিকায় আগমন নিয়ে ক্রিকেট মহলে এখন আলোচনা তুঙ্গে। নির্বাচনে জিতলে ক্রিকেট মাঠ থেকে মিরপুর স্টেডিয়ামের বোর্ডরুমেই তার পরবর্তী অধ্যায় শুরু হতে যাচ্ছে সেটা এক প্রকার নিশ্চিতই বলা যায়।