আফগানদের টপকে টি টোয়েন্টি র্যাংকিংয়ে নবম স্থানে টাইগাররা
৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন
প্রকাশ: 19 ঘন্টা আগেআপডেট: 30 মিনিট আগে
আফগানদের টপকে টি টোয়েন্টি র্যাংকিংয়ে নবম স্থানে টাইগাররা
আফগানদের টপকে টি টোয়েন্টি র্যাংকিংয়ে নবম স্থানে টাইগাররা
এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় তুলে নেওয়ার পরদিনই বাংলাদেশ ক্রিকেটে এলো দারুণ এক সুখবর। মঙ্গলবার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ৮ রানের জয়ে আফগানদের হারিয়ে সুপার ফোরের আশা জিইয়ে রাখে টাইগাররা। সেই জয়ের পর আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও মিলেছে পুরস্কার। এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠেছে বাংলাদেশ দল।
আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে দেখা যায় আগে দশ নম্বরে অবস্থান করা লিটন দাসের দল ২২২ রেটিং পয়েন্ট নিয়ে এখন নবম স্থানে উঠে এসেছে। সমান পয়েন্ট থাকা আফগানিস্তান ভগ্নাংশে পিছিয়ে পড়ে নেমে গেছে ১০ নম্বরে। অর্থাৎ সরাসরি প্রতিদ্বন্দ্বী আফগানদেরই ঠেলে এক ধাপ ওপরে উঠলো বাংলাদেশ।
বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে রয়েছে ভারত। ২৭১ রেটিং পয়েন্ট নিয়ে তারা প্রথম স্থানে। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ২৬৬। তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের রেটিং ২৫৭।
সেরা দশে পরের অবস্থানগুলোতে যথাক্রমে রয়েছে নিউজিল্যান্ড (৪র্থ), দক্ষিণ আফ্রিকা (৫ম), ওয়েস্ট ইন্ডিজ (৬ষ্ঠ), শ্রীলঙ্কা (৭ম), এবং পাকিস্তান (৮ম)।