Image

বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ, সিরিজের সূচি ঘোষণা

৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 35 মিনিট আগে
বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ, সিরিজের সূচি ঘোষণা

বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ, সিরিজের সূচি ঘোষণা

বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ, সিরিজের সূচি ঘোষণা

আগামী অক্টোবর মাসে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে দুই দল। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে আসন্ন সিরিজের সূচি ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ১৮ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে এ সিরিজটি। এরপর ২০ ও ২৩ অক্টোবর বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।

একদিনের সিরিজ খেলে টি-টোয়েন্টি সিরিজের জন্য দুই দল পাড়ি জমাবে চট্টগ্রামে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) অনুষ্ঠিত হবে তিন ম্যাচের সিরিজ। ২৭ অক্টোবর প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে লড়াই, এরপর ৩০ অক্টোবর দ্বিতীয় ম্যাচ এবং ১ নভেম্বর সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজটিকে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। কারণ এটি হতে পারে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতির মঞ্চ। আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে বসবে বিশ্ব ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের মেগা টুর্নামেন্ট। যেখানে শিরোপা ধরে রাখার মিশনে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three