দুর্দান্ত বল করা সাইফউদ্দিন ব্যাটিং না পেয়েও খুশি
-
1
পোস্টার বিতর্কে মুখ খুললেন আসিফ আকবর, বললেন সাকিবের প্রতি সফট কর্নারের কথা
-
2
নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি
-
3
হঠাৎ উধাও ভারতীয় লিগের আয়োজকেরা, বিপাকে গেইল-পেরেরা, অংশ নেয়ার কথা হিল সাকিবেরও
-
4
বিপিএলে এবার খেলবে পাঁচ দল, চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা
-
5
তরুণদের নতুন মঞ্চে আকবরের নেতৃত্বে বাংলাদেশ এ দল
দুর্দান্ত বল করা সাইফউদ্দিন ব্যাটিং না পেয়েও খুশি
দুর্দান্ত বল করা সাইফউদ্দিন ব্যাটিং না পেয়েও খুশি
১৮ মাস পর জাতীয় দলে ফিরেই মোহাম্মদ সাইফউদ্দিনের বাজিমাত। মাত্র ১৫ রান খরচায় শিকার করেন ৩ উইকেট, ফোর-ফারেরও সুযোগ ছিল। কিন্তু নো বল ইস্যুতে সাইফউদ্দিনকে ৩ উইকেট নিয়েই এদিন ক্ষান্ত থাকতে হয়। বল হাতে দুর্দান্ত করলেও ব্যাটিংয়ে সুযোগ না পাওয়াতে আক্ষেপ নেই সাইফউদ্দিনের। তার বক্তব্য পরিষ্কার, দল জিতলেই খুশি।
চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ পেল ৮ উইকেটের বড় জয়। এদিন ব্যাট হাতে কোনপ্রকার লড়াই চালাতে পারেনি জিম্বাবুয়ের টপ অর্ডারের ব্যাটাররা। টাইগারদের অনবদ্য বোলিংয়ের সামনে রাজা- বার্লরা দেখালেন অসহায় আত্মসমর্পণ। ১৮ মাস পর জাতীয় দলের জার্সি গায়ে নেমেই অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের বাজিমাত।
অনেকদিন পর জাতীয় দলের জার্সিতে খেলতে নামা সাইফউদ্দিনের উচ্ছ্বাস কেমন?
'প্রথমত আলহামদুলিল্লাহ। যেহেতু প্রায় ১৮ মাস পর আন্তর্জাতিক মাঠে ফিরলাম। আমার জন্য বিষয়টা কঠিন ছিল। যদি আমি বিশ্বকাপের দলে সুযোগ পেতে চাই আমার জন্য এই পারফরম্যান্সটার বিকল্প নেই। এর আগে ২০২১-২২ (আসলে ২০২২) বিশ্বকাপে আমি শেষ মুহূর্তে বাদ পড়ি পারফরম্যান্সের কারণে। এজন্য অনেক সিরিয়াস ছিলাম। চাচ্ছিলাম যে পারফর্ম করার।'
বল হাতে দুর্দান্ত পারফর্ম করা সাইফউদ্দিনের ব্যাটিং করতে না পারা নিয়ে নেই কোনো আক্ষেপ, 'আমাদের মেইন ব্যাটাররাও অনেকে আজকে সুযোগ পায়নি। আমি তো লোয়ার অর্ডার অনেক দেরি। সম্ভবত ৮-৯ এ ব্যাট করতাম। আমি চাই না আসলে ব্যাটিংটা পাই। কারণ দল জিতলেই আমি খুশি। যদি দলের জয়ে অবদান রাখতে পারি যদি সুযোগ আসে অইটা চেষ্টা করব। অনুশীলনে চেষ্টা করব ব্যাটিং নিয়ে কাজ করার। বিশ্বকাপের মত জায়গায় যদি সুযোগ আসে চেষ্টা করব ব্যাট হাতে অবদান রাখার।'
